দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯.অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম।সংখ্যাটি নির্নয় করুন।
ধরি,
একক স্থানীয় অঙ্ক=x
দশক স্থানীয় অঙ্ক=y
সংখ্যাটি-x+10y
প্রশ্নমতে,x+y=9...............(1)
অংক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি-10x+y
x+10y-10x-y-=45
y-x=5..............(2)
(1) +(2) করে পাই, y=7
(2) নং এ x এর মান বসিয়ে পাই,x=2
সংখ্যাটি-x+10y=2+70=72
Related Questions
এখানে ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ = ৭৮/৩ = ২৬। ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ। সুতরাং ভাজ্য = (৭৮ × ২৫) + ২৬ = ১৯৫০ + ২৬ = ১৯৭৬।
১৫%ক = ২০%খ => (১৫/১০০)ক = (২০/১০০)খ => ১৫ক = ২০খ => ক/খ = ২০/১৫ => ক/খ = ৪/৩। সুতরাং ক:খ = ৪:৩।
জব সলুশন