ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক) ১৯৭৮
খ) ১৯৭০
গ) ১৯৮০
ঘ) ১৯৭৬
বিস্তারিত ব্যাখ্যা:

এখানে ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ = ৭৮/৩ = ২৬। ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ। সুতরাং ভাজ্য = (৭৮ × ২৫) + ২৬ = ১৯৫০ + ২৬ = ১৯৭৬।

Related Questions

ক) 55
খ) 65
গ) 75
ঘ) 45
Note : ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। অনুপাতের যোগফল ৬ + ৮ + ১০ = ২৪। বৃহত্তম কোণটি ১০ অনুপাতের সমান হবে। বৃহত্তম কোণ = (১০/২৪) * ১৮০ = ৭৫ ডিগ্রি।
ক) ৫:৩
খ) ৪:৩
গ) ৩:৪
ঘ) ৫:২
Note :

১৫%ক = ২০%খ => (১৫/১০০)ক = (২০/১০০)খ => ১৫ক = ২০খ => ক/খ = ২০/১৫ => ক/খ = ৪/৩। সুতরাং ক:খ = ৪:৩।

ক) শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
খ) সমকোণে সমদ্বিখন্ডিত করে
গ) সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
ঘ) শুধু সমদ্বিখন্ডিত করে
Note : রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে (৯০ ডিগ্রি) সমদ্বিখন্ডিত করে। অর্থাৎ কর্ণদ্বয় সমান দুটি অংশে বিভক্ত হয় এবং ছেদবিন্দুতে ৯০ ডিগ্রি কোণ তৈরি করে।
ক) 24
খ) 25
গ) 21
ঘ) 20
Note : মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ব্যয় ১৮২৪ টাকা এবং প্রতি বর্গমিটারে ৯.৫০ টাকা। সুতরাং মেঝের ক্ষেত্রফল = ১৮২৪ / ৯.৫০ = ১৯২ বর্গমিটার। যদি প্রস্থ 'ক' মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে '৩ক' মিটার। ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৩ক × ক = ৩ক²। তাহলে ৩ক² = ১৯২ => ক² = ৬৪ => ক = ৮ মিটার (প্রস্থ)। ঘরের দৈর্ঘ্য = ৩ × ৮ = ২৪ মিটার।
ক) 12
খ) 13
গ) 14
ঘ) 11
Note : নৌকার স্থির গতি ৭ কি.মি./ঘণ্টা। স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. যেতে ১৮০ মিনিট (৩ ঘণ্টা) লাগলে অনুকূল গতিবেগ ৩৩/৩ = ১১ কি.মি./ঘণ্টা। স্রোতের গতিবেগ = অনুকূল গতিবেগ - নৌকার গতিবেগ = ১১ - ৭ = ৪ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = নৌকার গতিবেগ - স্রোতের গতিবেগ = ৭ - ৪ = ৩ কি.মি./ঘণ্টা। একই পথ ৩৩ কি.মি. প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে ৩৩/৩ = ১১ ঘণ্টা।
ক) 9
খ) 5
গ) 6
ঘ) 8
Note : পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৩০ * ২ = ৬০ বছর। ৬ বছর পর তাদের মোট বয়স হবে ৬০ + (৬ * ২) = ৭২ বছর। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে পুত্রের বয়স হবে ৭২ এর (১/৬) অংশ = ১২ বছর। সুতরাং পুত্রের বর্তমান বয়স ১২ - ৬ = ৬ বছর।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন