ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন
ক) আকবরের আমলে
খ) জাহাঙ্গীরের আমলে
গ) শাহজাহানের আমলে
ঘ) আলমগীরের আমলে
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলার সুবাদার শাহ সুজা (সম্রাট শাহজাহানের পুত্র) ১৬৫১ সালে ইংরেজদের বাংলায় শুল্কমুক্ত বাণিজ্য করার অনুমতি দেন। এই অনুমতির ভিত্তিতেই তারা হুগলি, কাশিমবাজার ও পাটনায় বাণিজ্য কুঠি স্থাপন করে। তাই এটি শাহজাহানের আমলেই ঘটেছিল।
Related Questions
ক) 1599
খ) 1757
গ) 1475
ঘ) 1658
Note : ইংরেজরা ১৬৫৮ সালে হুগলিতে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে বাংলায় প্রাতিষ্ঠানিকভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এর আগে ১৬৫১ সালে শাহ সুজার অনুমতি পেলেও প্রকৃত প্রতিষ্ঠা ঘটে ১৬৫৮ সালে।
ক) আকবর
খ) শাহবাজ খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) জাহাঙ্গীর
Note : বহু চেষ্টার পর, ইংরেজরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ১৬১৩ সালে পশ্চিম ভারতের সুরাট বন্দরে একটি স্থায়ী বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপনের আনুষ্ঠানিক অনুমতি লাভ করে।
ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডওয়ার্ডস
গ) উইলিয়াম কেরি
ঘ) স্যার টমাস রো
Note : ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ১৬০৮ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্য করার অনুমতি চাইতে আসেন। তিনি 'হেক্টর' নামক জাহাজে করে সুরাটে অবতরণ করেন।
ক) ৩২০ জন
খ) ৪২০ জন
গ) ২১৮ জন
ঘ) ২৮১ জন
Note : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম গঠিত হয়, তখন এর উদ্যোক্তা বা সদস্য সংখ্যা ছিল ২১৮ জন। এই বণিকরা একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে প্রাচ্যে বাণিজ্য করার ঝুঁকি নিয়েছিল।
ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
Note : ডেনমার্কের অধিবাসীদের 'ডেন' (Dane) বলা হয়। বাংলায় তাদের 'দিনেমার' বলা হতো। তারা ভারতে বাণিজ্য করতে এসে শ্রীরামপুর ও ত্রিবাঙ্কুরে কুঠি স্থাপন করেছিল।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
Note : ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সালে হল্যান্ডে (বর্তমান নেদারল্যান্ডস) গঠিত হয়। এটি তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।
জব সলুশন