কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন?
ক) আকবর
খ) শাহবাজ খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) জাহাঙ্গীর
বিস্তারিত ব্যাখ্যা:
বহু চেষ্টার পর, ইংরেজরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ১৬১৩ সালে পশ্চিম ভারতের সুরাট বন্দরে একটি স্থায়ী বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপনের আনুষ্ঠানিক অনুমতি লাভ করে।
Related Questions
ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডওয়ার্ডস
গ) উইলিয়াম কেরি
ঘ) স্যার টমাস রো
Note : ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ১৬০৮ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্য করার অনুমতি চাইতে আসেন। তিনি 'হেক্টর' নামক জাহাজে করে সুরাটে অবতরণ করেন।
ক) ৩২০ জন
খ) ৪২০ জন
গ) ২১৮ জন
ঘ) ২৮১ জন
Note : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম গঠিত হয়, তখন এর উদ্যোক্তা বা সদস্য সংখ্যা ছিল ২১৮ জন। এই বণিকরা একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে প্রাচ্যে বাণিজ্য করার ঝুঁকি নিয়েছিল।
ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
Note : ডেনমার্কের অধিবাসীদের 'ডেন' (Dane) বলা হয়। বাংলায় তাদের 'দিনেমার' বলা হতো। তারা ভারতে বাণিজ্য করতে এসে শ্রীরামপুর ও ত্রিবাঙ্কুরে কুঠি স্থাপন করেছিল।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
Note : ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সালে হল্যান্ডে (বর্তমান নেদারল্যান্ডস) গঠিত হয়। এটি তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।
ক) নেদারল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) পর্তুগাল
ঘ) স্পেন
Note : নেদারল্যান্ডস-এর অধিবাসীদের ইংরেজিতে 'ডাচ' (Dutch) বলা হয়। 'হল্যান্ড' নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যা থেকে বাংলায় 'ওলন্দাজ' শব্দটি এসেছে।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ব্রিটেন
ঘ) ফ্রান্স
Note : ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ১৬০২ সালে হল্যান্ডের (নেদারল্যান্ডস) বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে একত্রিত করে গঠন করা হয়। এটি ছিল বিশ্বের প্রথম বহুজাতিক কর্পোরেশন।
জব সলুশন