ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে

ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সালে হল্যান্ডে (বর্তমান নেদারল্যান্ডস) গঠিত হয়। এটি তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।

Related Questions

ক) নেদারল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) পর্তুগাল
ঘ) স্পেন
Note : নেদারল্যান্ডস-এর অধিবাসীদের ইংরেজিতে 'ডাচ' (Dutch) বলা হয়। 'হল্যান্ড' নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যা থেকে বাংলায় 'ওলন্দাজ' শব্দটি এসেছে।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ব্রিটেন
ঘ) ফ্রান্স
Note : ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ১৬০২ সালে হল্যান্ডের (নেদারল্যান্ডস) বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে একত্রিত করে গঠন করা হয়। এটি ছিল বিশ্বের প্রথম বহুজাতিক কর্পোরেশন।
ক) হল্যান্ড
খ) ফ্রান্স
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
Note : 'ওলন্দাজ' শব্দটি এসেছে 'হল্যান্ড' থেকে। হল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলা হয়। বর্তমানে দেশটির আনুষ্ঠানিক নাম নেদারল্যান্ডস।
ক) মুর্শিদকুলি খান
খ) শায়েস্তা খান
গ) আলীবর্দী খান
ঘ) উপরের কোনটিই সত্য নয়
Note : প্রাচীনকাল থেকেই বাংলার সাথে চট্টগ্রামের যোগাযোগ ছিল, ১৬৬৬ সালে সুবাদার শায়েস্তা খানের চট্টগ্রাম বিজয়ের মাধ্যমেই এই অঞ্চলটি প্রথমবারের মতো প্রশাসনিকভাবে এবং পূর্ণরূপে মুঘল বাংলা সুবার সাথে একীভূত হয়।
ক) ইসলাম খান
খ) রাজা মানসিংহ
গ) মীর জুমলা
ঘ) শায়েস্তা খান
Note : ১৬৬৬ সালে চট্টগ্রাম জয়ের পর সুবাদার শায়েস্তা খান মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রতি সম্মান জানিয়ে এবং ইসলামের বিজয় চিহ্নিত করতে চট্টগ্রামের নামকরণ করেন 'ইসলামাবাদ'।
ক) মুর্শিদকুলী খান
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) ঈসা খান
Note : সুবাদার শায়েস্তা খান বাংলায় তার দীর্ঘ শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেন, তা হলো শক্তিশালী নৌবাহিনী গঠন করে মগ ও পর্তুগিজ জলদস্যুদের (হার্মাদ) দমন করা। তিনি চট্টগ্রাম জয় করে এই অঞ্চলের মানুষকে দস্যুদের অত্যাচার থেকে মুক্তি দেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন