ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সংঘ কত জন সদস্য নিয়ে গঠিত হয়?
ক) ৩২০ জন
খ) ৪২০ জন
গ) ২১৮ জন
ঘ) ২৮১ জন
বিস্তারিত ব্যাখ্যা:
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম গঠিত হয়, তখন এর উদ্যোক্তা বা সদস্য সংখ্যা ছিল ২১৮ জন। এই বণিকরা একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে প্রাচ্যে বাণিজ্য করার ঝুঁকি নিয়েছিল।
Related Questions
ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
Note : ডেনমার্কের অধিবাসীদের 'ডেন' (Dane) বলা হয়। বাংলায় তাদের 'দিনেমার' বলা হতো। তারা ভারতে বাণিজ্য করতে এসে শ্রীরামপুর ও ত্রিবাঙ্কুরে কুঠি স্থাপন করেছিল।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
Note : ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সালে হল্যান্ডে (বর্তমান নেদারল্যান্ডস) গঠিত হয়। এটি তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।
ক) নেদারল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) পর্তুগাল
ঘ) স্পেন
Note : নেদারল্যান্ডস-এর অধিবাসীদের ইংরেজিতে 'ডাচ' (Dutch) বলা হয়। 'হল্যান্ড' নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যা থেকে বাংলায় 'ওলন্দাজ' শব্দটি এসেছে।
ক) হল্যান্ড
খ) স্পেন
গ) ব্রিটেন
ঘ) ফ্রান্স
Note : ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ১৬০২ সালে হল্যান্ডের (নেদারল্যান্ডস) বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে একত্রিত করে গঠন করা হয়। এটি ছিল বিশ্বের প্রথম বহুজাতিক কর্পোরেশন।
ক) হল্যান্ড
খ) ফ্রান্স
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
Note : 'ওলন্দাজ' শব্দটি এসেছে 'হল্যান্ড' থেকে। হল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলা হয়। বর্তমানে দেশটির আনুষ্ঠানিক নাম নেদারল্যান্ডস।
ক) মুর্শিদকুলি খান
খ) শায়েস্তা খান
গ) আলীবর্দী খান
ঘ) উপরের কোনটিই সত্য নয়
Note : প্রাচীনকাল থেকেই বাংলার সাথে চট্টগ্রামের যোগাযোগ ছিল, ১৬৬৬ সালে সুবাদার শায়েস্তা খানের চট্টগ্রাম বিজয়ের মাধ্যমেই এই অঞ্চলটি প্রথমবারের মতো প্রশাসনিকভাবে এবং পূর্ণরূপে মুঘল বাংলা সুবার সাথে একীভূত হয়।
জব সলুশন