ΔABC এর ∠A = ৪৫°, ∠B = ৩০° হলে ∠C এর মান কত ডিগ্রি?

ক) 110
খ) 90
গ) 100
ঘ) 105
বিস্তারিত ব্যাখ্যা:
আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এখানে ∠A = ৪৫° এবং ∠B = ৩০°। সুতরাং ∠C = ১৮০° - (৪৫° + ৩০°) = ১৮০° - ৭৫° = ১০৫°।

Related Questions

ক) 41
খ) 42
গ) 43
ঘ) 40
Note : ২০০ এর পর ৭ দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটি হলো ২০৩ (৭ × ২৯)। ৫০০ এর পূর্বে ৭ দ্বারা বিভাজ্য শেষ সংখ্যাটি হলো ৪৯৭ (৭ × ৭১)। সুতরাং বিভাজ্য সংখ্যার সংখ্যা = ৭১ - ২৯ + ১ = ৪৩টি।
ক) (2, 3)
খ) (3, 2)
গ) (1, 5)
ঘ) (5, 1)
Note : প্রদত্ত সমীকরণগুলো হলো: ৬x - y = ১ এবং ৩x + ২y = ১৩। প্রথম সমীকরণকে ২ দিয়ে গুণ করে দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করলে ১৫x = ১৫ পাওয়া যায় যার ফলে x = ১। x এর মান প্রথম সমীকরণে বসালে ৬(১) - y = ১ => y = ৫। সুতরাং (x, y) = (১, ৫)।
ক) ৫০৮০
খ) ৬০৮০
গ) ৭০৮০
ঘ) ৪০৮০
Note :

এক নটিকেল মাইল (Nautical Mile) হলো প্রায় ৬০৭৬.১১২ ফুট যা সাধারণত প্রায় ৬০৮০ ফুট হিসেবে ধরা হয়।

ক) শিকাগো আর্ট মিউজিয়াম
খ) প্যারিস মিউজিয়াম
গ) ব্রিটিশ মিউজিয়াম
ঘ) কায়রো মিউজিয়াম
Note : প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের তৈরি এই প্রোটোটাইপ মিটার রডটি ফ্রান্সের প্যারিসের শহরতলী সেভরেসে অবস্থিত International Bureau of Weights and Measures (BIPM)-এ সংরক্ষিত আছে।
ক) ৫৪
খ) ৬৩
গ) ৭২
ঘ) ৮১
Note :

ধরি,

 

একক স্থানীয় অঙ্ক=x

দশক স্থানীয় অঙ্ক=y

সংখ্যাটি-x+10y

প্রশ্নমতে,x+y=9...............(1)

অংক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি-10x+y

x+10y-10x-y-=45

y-x=5..............(2)

(1) +(2) করে পাই, y=7

(2) নং এ x এর মান বসিয়ে পাই,x=2

 

সংখ্যাটি-x+10y=2+70=72

ক) ১৯৭৮
খ) ১৯৭০
গ) ১৯৮০
ঘ) ১৯৭৬
Note :

এখানে ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ = ৭৮/৩ = ২৬। ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ। সুতরাং ভাজ্য = (৭৮ × ২৫) + ২৬ = ১৯৫০ + ২৬ = ১৯৭৬।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন