ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

ক) আসাম
খ) মিজোরাম
গ) ত্রিপুরা
ঘ) নাগাল্যান্ড
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম—এই পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো স্থল সীমান্ত নেই।

Related Questions

ক) বন্যা
খ) খরা
গ) ভূমিকম্প
ঘ) ঘূর্ণিঝড়
Note : বন্যা, খরা এবং ঘূর্ণিঝড় সাধারণত আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাসের মাধ্যমে আগে থেকে অনুমান করা যায় এবং সতর্কতা জারি করা সম্ভব। কিন্তু ভূমিকম্প ভূ-অভ্যন্তরের টেকটনিক প্লেটের আকস্মিক সঞ্চালনের ফলে হয়, যার কোনো নির্ভরযোগ্য পূর্বাভাস ব্যবস্থা এখনও আবিষ্কৃত হয়নি।
ক) 6:09:14
খ) 10:15:21
গ) 2:05:07
ঘ) 3:05:07
Note :

এখানে দুটি অনুপাতে সাধারণ রাশি হলো 'y'। প্রথম অনুপাতে y=3 এবং দ্বিতীয় অনুপাতে y=5। y এর মান সমান করার জন্য প্রথম অনুপাতকে 5 দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে 3 দ্বারা গুণ করতে হবে। x:y = (2*5):(3*5) = 10:15। y:z = (5*3):(7*3) = 15:21। সুতরাং, x:y:z = 10:15:21।

ক) 0%
খ) 1%
গ) 5%
ঘ) 10%
Note :

ধরি, প্রাথমিক বেতন 100 টাকা। 10% কমানোর পর বেতন হয় 100 - (100 এর 10%) = 90 টাকা। এবার হ্রাসকৃত বেতন (90 টাকা) 10% বাড়ানো হলো। নতুন বেতন = 90 + (90 এর 10%) = 90 + 9 = 99 টাকা। তাহলে মোট ক্ষতি হলো 100 - 99 = 1 টাকা। শতকরা ক্ষতি = (1/100) * 100% = 1%।

ক) 3, 10
খ) 10, 15
গ) 15, 25
ঘ) 10, 25
Note : অভেদ হতে হলে উভয় পক্ষ সমান হতে হবে। (x+5)² = x² + 2*x*5 + 5² = x² + 10x + 25। এখন ডানপক্ষ x² + bx + c এর সাথে তুলনা করে পাই, b = 10 এবং c = 25।
ক) 8
খ) 17
গ) 19
ঘ) 34
Note : আমরা জানি, 2(p² + q²) = (p+q)² + (p-q)²। মান বসিয়ে পাই, 2(p² + q²) = (5)² + (3)² = 25 + 9 = 34। সুতরাং, p² + q² = 34 / 2 = 17।
ক) 30°
খ) 45°
গ) 60°
ঘ) 0°
Note : দেওয়া আছে, 1 + tan²θ = 4। বা, tan²θ = 4 - 1 = 3। বা, tanθ = √3 (যেহেতু θ সূক্ষ্মকোণ)। আমরা জানি, tan 60° = √3। সুতরাং, θ = 60°।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন