What kind of man is quite the opposite type of “supercilious”?

ক) Affable
খ) Haughty
গ) Disdainful
ঘ) Wicked
বিস্তারিত ব্যাখ্যা:

Supercilious (adj) - অবজ্ঞামিশ্রিত, উচকপালে এবং এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable (adj) - অমায়িক , শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন । উল্লেখ্য, Haughty - অহংকারী ; Disdaainful - ঘূণ্য এবং Wicked - মন্দ/ অসৎ/ পাজি।

Related Questions

ক) a period of being carefree
খ) a period of having youthful flings
গ) a period of misfortune
ঘ) hot weather
Note :

Dog days' phrase টির অর্থ হলো - উষ্ণতম সময় বা গরম আবহাওয়া।

Hot weather - . গরম আবহাওয়া।

সুতরাং সঠিক উত্তর - Hot weather.

ক) takes off
খ) comes off
গ) will bring about
ঘ) will come round
Note :

Will be held- অনুষ্ঠিত হবে। 

অপশন 

(ক) Take (s) off- উড্ডয়ন করা, উল্লম্ফন। 

(খ) Come (s) off – সংঘটিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। 

 

(গ) Bring about- দুর্ঘটনা ঘটানো, দিক পরিবর্তন করানো। 

(ঘ) Come round – আরোগ্য লাভ করা, কাটিয়ে ওঠা। 

সুতরাং সঠিক উত্তর (খ)।

ক) Benevolent
খ) Official
গ) Officious
ঘ) Bureaucratic
Note :

Officious - অনধিকার চর্চায় বেশি তৎপর।

Officious=unnecessarily or obtrusively ready to offer advice or services/Marked by excessive eagerness in offering unwanted services or advice to others.

ক) Ardent
খ) Complacent
গ) confident
ঘ) apprehensive
Note :

People who assume that no evil can befall them are foolishly =যে সকল মানুষ মনে করে যে তাদের কোন ক্ষতি হবে না ।আসলে তারা বোকার মোট আত্মসন্তুষ্টিতে থাকে ;অর্থাৎ complacent=আত্মতুষ্ট ,পরিতৃপ্ত ,Ardent=ব্যকুল ,confident=অত্যন্ত উৎসাহী ; apprehensive = উদ্বিগ্ন থাকা

ক) In cool brain and calculated thought
খ) So patiently and thoughtfully
গ) So impatiently and thoughtlessly
ঘ) Stirred by sudden emotion
Note :

In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়।
choice,
(ক) in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ।
(খ) so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে।
(গ) so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে।
(ঘ) stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।
সুতরাং সঠিক উত্তর (ক)।

ক) In the wake of
খ) In the guise of
গ) In the plea of
ঘ) In the teeth of
Note :

"In the teeth of" একটি ইংরেজি বাক্যাংশ যার অর্থ "প্রবল শক্তির বিরুদ্ধে" বা "কারো শক্ত বিরোধিতার বিপরীতে"। এই বাক্যাংশটি "against strong opposition" এর সাথে সঠিকভাবে মানানসই কারণ এটি প্রকল্প অনুমোদন পাওয়ার জন্য শক্তিশালী বিরোধিতার মুখোমুখি হওয়ার চিত্র তুলে ধরে।

অন্যান্য বিকল্পগুলি কেন ঠিক নয়:

(ক) in the wake of: এই বাক্যাংশটির অর্থ "কোন ঘটনার পরে"। এটি প্রকল্প অনুমোদনের প্রসঙ্গে সঠিকভাবে মানানসই নয়।
(খ) in the guise of: এই বাক্যাংশটির অর্থ "ছদ্মবেশে"। এটি প্রকল্প অনুমোদনের প্রসঙ্গে সঠিকভাবে মানানসই নয়।
(গ) in the plea of: এই বাক্যাংশটির অর্থ "অজুহাতে"। এটি প্রকল্প অনুমোদনের প্রসঙ্গে সঠিকভাবে মানানসই নয়।
 


মনে রাখতে পারেনঃ
- In the teeth of" বাক্যাংশটি "teeth" (দাঁত) শব্দটি ব্যবহার করে, যা প্রবল শক্তির প্রতীক।
- "Strong opposition" বলতে বোঝায় "শক্তিশালী প্রতিপক্ষ"
- "In the teeth of strong opposition" বলতে বোঝায় "শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে"

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন