'দোহাই মানা' বাগধারাটির অর্থ কী?
ক) লজ্জায় মাথা নত করা
খ) প্রশংসা মুখর হওয়া
গ) স্তব্ধ হয়ে পড়া
ঘ) নজির দেখানো
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো কিছু প্রমাণের জন্য বা বাঁচার জন্য অন্যের নাম বা ঘটনার উল্লেখ করাকে 'নজির দেখানো' বা দোহাই মানা বলা হয়।
Related Questions
ক) অলীক কল্পনা
খ) দিনের বেলায় যে স্বপ্ন দেখা হয়
গ) জেগে জেগে স্বপ্ন দেখা
ঘ) অসম্ভব কল্পনা
Note : দিনের বেলা স্বপ্ন দেখা যেমন বাস্তব নয়; তেমনি যা ঘটা অসম্ভব তা নিয়ে ভাবাকে 'অলীক কল্পনা' বা দিবা স্বপ্ন বলা হয়।
ক) চোখের বালি
খ) নখদর্পণে
গ) লেফাফা দুরস্ত
ঘ) অহিনকুল
Note : দা দিয়ে কুমড়া কাটা হয়; তাই এদের সম্পর্ক ধ্বংসাত্মক। অহিনকুল (সাপ ও বেজি) সম্পর্কও একই রকম শত্রুভাবাপন্ন। তাই এটি 'অহিনকুল'-এর সমার্থক।
ক) নষ্ট করা
খ) ভোগ বিলাস
গ) ঘনিষ্ঠতা
ঘ) মহরম মাসের মেলা
Note : দুজন ব্যক্তির মধ্যে খুব ভালো সম্পর্ক বা মাখামাখি ভাব থাকলে তাকে 'ঘনিষ্ঠতা' বা দহরম মহরম বলা হয়।
ক) দুধ খাওয়া মাছি
খ) দুধে বসা মাছি
গ) সুসময়ের বন্ধু
ঘ) অসময়ের বন্ধু
Note : দুধ বা মিষ্টির গন্ধে মাছি আসে কিন্তু ফুরিয়ে গেলে চলে যায়; তেমনি সম্পদ থাকলে যারা বন্ধু হয় তাদের 'সুসময়ের বন্ধু' বা দুধের মাছি বলা হয়।
ক) বিপর্যস্ত হওয়া
খ) অবাক হওয়া
গ) দোটানা অবস্থা হওয়া
ঘ) মাত্রাজ্ঞানহীন হওয়া
Note : পৌরাণিক রাজা ত্রিশঙ্কু স্বর্গেও যেতে পারেননি আবার মর্ত্যেও ফিরতে পারেননি; মাঝপথে ঝুলে ছিলেন। তাই উভয় সংকট বা 'দোটানা অবস্থা হওয়া'কে ত্রিশঙ্কুদশা বলে।
ক) সঞ্চয়
খ) গম্ভীর
গ) অপব্যয়
ঘ) ভয়ঙ্কর
Note : অপশন অনুযায়ী 'গম্ভীর' উত্তর দেওয়া হয়েছে; তবে প্রচলিত অর্থে 'তোলা হাঁড়ি' বলতে কোনো কথা পেটে রাখা বা মুখভর্তি কথা কিন্তু বলে না এমন বোঝায়। *নোট: এটি তেলো হাঁড়ির মতো গম্ভীর অর্থেই ব্যবহৃত হয়েছে।*
জব সলুশন