'তোলা হাঁড়ি' বাগধারাটির অর্থ কী?

ক) সঞ্চয়
খ) গম্ভীর
গ) অপব্যয়
ঘ) ভয়ঙ্কর
বিস্তারিত ব্যাখ্যা:
অপশন অনুযায়ী 'গম্ভীর' উত্তর দেওয়া হয়েছে; তবে প্রচলিত অর্থে 'তোলা হাঁড়ি' বলতে কোনো কথা পেটে রাখা বা মুখভর্তি কথা কিন্তু বলে না এমন বোঝায়। *নোট: এটি তেলো হাঁড়ির মতো গম্ভীর অর্থেই ব্যবহৃত হয়েছে।*

Related Questions

ক) খেয়াল রাখা
খ) লুকিয়ে বসে থাকা
গ) গোপনে সতর্ক থাকা
ঘ) ষড়যন্ত করা
Note : কারো অগোচরে বা গোপনে সুযোগের অপেক্ষায় থাকাকে 'গোপনে সতর্ক থাকা' বা তক্কে তক্কে থাকা বলে।
ক) যে কাক তীর্থস্থানে থাকে
খ) ধূর্ত স্বভাবের লোক
গ) প্রতীক্ষারত
ঘ) লোভী ব্যক্তি
Note : তীর্থস্থানে কাক যেমন খাবারের আশায় বসে থাকে; তেমনি কোনো কিছু পাওয়ার আশায় সাগ্রহে অপেক্ষাকারী ব্যক্তিকে 'প্রতীক্ষারত' বা তীর্থের কাক বলা হয়।
ক) অহংকার করা
খ) গর্ব করা
গ) দাপট করা
ঘ) বড় উক্তি
Note : কুস্তিগিররা লড়াইয়ের আগে যেমন শরীরে থাপ্পড় দিয়ে শব্দ করে বা তাল ঠোকে; এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ বা 'অহংকার করা'র প্রতীক।
ক) বেতাল হওয়া
খ) ঠিক হওয়া
গ) সহজলভ্য হওয়া
ঘ) সঠিক হওয়া
Note : গানের তাল বা লয় সম্পর্কে যার জ্ঞান নেই বা যে তাল হারায় তাকে 'বেতাল হওয়া' বা তাল কানা বলা হয়। এটি কাণ্ডজ্ঞানহীনতাও বোঝাতে পারে।
ক) সঞ্চয়
খ) গম্ভীর
গ) অপব্যয়
ঘ) ভয়ঙ্কর
Note : তেল রাখার হাঁড়ি যেমন তেলতেলে বা ভারী হয়; তেমনি গম্ভীর বা কম কথা বলা মানুষকে রূপক অর্থে 'গম্ভীর' বা তেলো হাঁড়ি বলা হয়।
ক) অরাজক দেশ
খ) সামাজিক বিশৃঙ্খলা
গ) নাজেহাল অবস্থা
ঘ) কোনোটিই নয়
Note : তুর্কি বা ভোজবাজিদের নাচের মতো কাউকে ঘোল খাওয়ানো বা বিপদে ফেলে নাচানোকে 'নাজেহাল অবস্থা' বা তুর্কি নাচন বলা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন