'দহরম মহরম' কথাটি দিয়ে কী বোঝানো হয়?
ক) নষ্ট করা
খ) ভোগ বিলাস
গ) ঘনিষ্ঠতা
ঘ) মহরম মাসের মেলা
বিস্তারিত ব্যাখ্যা:
দুজন ব্যক্তির মধ্যে খুব ভালো সম্পর্ক বা মাখামাখি ভাব থাকলে তাকে 'ঘনিষ্ঠতা' বা দহরম মহরম বলা হয়।
Related Questions
ক) দুধ খাওয়া মাছি
খ) দুধে বসা মাছি
গ) সুসময়ের বন্ধু
ঘ) অসময়ের বন্ধু
Note : দুধ বা মিষ্টির গন্ধে মাছি আসে কিন্তু ফুরিয়ে গেলে চলে যায়; তেমনি সম্পদ থাকলে যারা বন্ধু হয় তাদের 'সুসময়ের বন্ধু' বা দুধের মাছি বলা হয়।
ক) বিপর্যস্ত হওয়া
খ) অবাক হওয়া
গ) দোটানা অবস্থা হওয়া
ঘ) মাত্রাজ্ঞানহীন হওয়া
Note : পৌরাণিক রাজা ত্রিশঙ্কু স্বর্গেও যেতে পারেননি আবার মর্ত্যেও ফিরতে পারেননি; মাঝপথে ঝুলে ছিলেন। তাই উভয় সংকট বা 'দোটানা অবস্থা হওয়া'কে ত্রিশঙ্কুদশা বলে।
ক) সঞ্চয়
খ) গম্ভীর
গ) অপব্যয়
ঘ) ভয়ঙ্কর
Note : অপশন অনুযায়ী 'গম্ভীর' উত্তর দেওয়া হয়েছে; তবে প্রচলিত অর্থে 'তোলা হাঁড়ি' বলতে কোনো কথা পেটে রাখা বা মুখভর্তি কথা কিন্তু বলে না এমন বোঝায়। *নোট: এটি তেলো হাঁড়ির মতো গম্ভীর অর্থেই ব্যবহৃত হয়েছে।*
ক) খেয়াল রাখা
খ) লুকিয়ে বসে থাকা
গ) গোপনে সতর্ক থাকা
ঘ) ষড়যন্ত করা
Note : কারো অগোচরে বা গোপনে সুযোগের অপেক্ষায় থাকাকে 'গোপনে সতর্ক থাকা' বা তক্কে তক্কে থাকা বলে।
ক) যে কাক তীর্থস্থানে থাকে
খ) ধূর্ত স্বভাবের লোক
গ) প্রতীক্ষারত
ঘ) লোভী ব্যক্তি
Note : তীর্থস্থানে কাক যেমন খাবারের আশায় বসে থাকে; তেমনি কোনো কিছু পাওয়ার আশায় সাগ্রহে অপেক্ষাকারী ব্যক্তিকে 'প্রতীক্ষারত' বা তীর্থের কাক বলা হয়।
ক) অহংকার করা
খ) গর্ব করা
গ) দাপট করা
ঘ) বড় উক্তি
Note : কুস্তিগিররা লড়াইয়ের আগে যেমন শরীরে থাপ্পড় দিয়ে শব্দ করে বা তাল ঠোকে; এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ বা 'অহংকার করা'র প্রতীক।
জব সলুশন