ক্রয়মূল্য : বিক্রয়মূল্য =৫ : ৬ এতে শতকরা লাভ হয় ---
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬ হওয়ায় যদি ক্রয়মূল্য ৫ একক হয় তবে বিক্রয়মূল্য ৬ একক। এক্ষেত্রে লাভ হয় ৬ বিয়োগ ৫ সমান ১ একক। সুতরাং শতকরা লাভ হলো (১ ভাগ ৫) গুণ ১০০% যা ২০%।
Related Questions
ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১৪০ টাকা। এখন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে এই বর্তমান মূল্যের (১৪০ টাকা) উপর ১০% কমে জিনিস বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ বিয়োগ (১৪০ এর ১০%) সমান ১২৬ টাকা। এক্ষেত্রে দোকান মালিকের মোট লাভ হলো ১২৬ বিয়োগ ১০০ সমান ২৬ টাকা বা ২৬%।
যদি ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে ধরা যাক প্রতি পেনসিলের ক্রয়মূল্য ২ টাকা এবং বিক্রয়মূল্য ৩ টাকা। সেক্ষেত্রে প্রতি পেনসিলে লাভ হয় ১ টাকা। সুতরাং লাভের হার হলো (১ ভাগ ২) গুণ ১০০% যা ৫০%।
জব সলুশন