১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
যদি ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে ধরা যাক প্রতি পেনসিলের ক্রয়মূল্য ২ টাকা এবং বিক্রয়মূল্য ৩ টাকা। সেক্ষেত্রে প্রতি পেনসিলে লাভ হয় ১ টাকা। সুতরাং লাভের হার হলো (১ ভাগ ২) গুণ ১০০% যা ৫০%।
Related Questions
৩৮০ টাকায় বিক্রি করে ২০ টাকা ক্ষতি হলে দ্রব্যটির ক্রয়মূল্য ছিল ৩৮০ যোগ ২০ সমান ৪০০ টাকা। সুতরাং ক্ষতির শতকরা হার হলো (২০ ভাগ ৪০০) গুণ ১০০% যা ৫%।
প্রথম ব্যক্তি ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য দাঁড়ায় ১২০০ যোগ (১২০০ এর ১৫%) সমান ১৩৮০ টাকা। দ্বিতীয় ক্রেতা ১৩৮০ টাকায় কিনে ৫% ক্ষতিতে বিক্রি করলে শেষ বিক্রয়মূল্য হবে ১৩৮০ বিয়োগ (১৩৮০ এর ৫%) সমান ১৩১১ টাকা।
যখন ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করা হয় তখন মোট ২০টি জিনিসের ক্রয়মূল্য হয় ১৬ টাকা এবং বিক্রয়মূল্য হয় ২৫ টাকা। এক্ষেত্রে মোট লাভ হয় ৯ টাকা। সুতরাং শতকরা লাভ হলো (৯ ভাগ ১৬) গুণ ১০০% যা ৫৬.২৫%।
জব সলুশন