নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক) ২০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ১৬০ টাকা
ঘ) ২২০ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:
ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০%। ২০% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ৮০%। আবার ১০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১১০%। এই দুটি বিক্রয়মূল্যের পার্থক্য হলো (১১০% বিয়োগ ৮০%) সমান ৩০%। এই ৩০% এর মূল্য ৬০ টাকা। সুতরাং ১০০% বা ক্রয়মূল্য হবে (৬০ ভাগ ৩০) গুণ ১০০ সমান ২০০ টাকা।

Related Questions

ক) ৩ টা
খ) ৪ টা
গ) ৫ টা
ঘ) ৬টা
Note : টাকায় ৬টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা। ২০% লাভ করতে হলে ১টি লেবুর বিক্রয়মূল্য হওয়া উচিত (১/৬) এর ১২০% যা ১/৫ টাকা। সুতরাং ১ টাকায় ৫টি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে।
ক) ৫০ টাকা
খ) ৫২ টাকা
গ) ৫৪ টাকা
ঘ) ৫৫ টাকা
Note : যদি ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ হয় তার মানে ৬৫ টাকা হলো ক্রয়মূল্যের ১৩০%। সুতরাং ক্রয়মূল্য হবে (৬৫ ভাগ ১৩০%) গুণ ১০০% যা (৬৫ ভাগ ১৩০ গুণ ১০০) সমান ৫০ টাকা।
ক) ২২%
খ) ২৬%
গ) ৩০%
ঘ) ৩৬%
Note :

ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১৪০ টাকা। এখন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে এই বর্তমান মূল্যের (১৪০ টাকা) উপর ১০% কমে জিনিস বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ বিয়োগ (১৪০ এর ১০%) সমান ১২৬ টাকা। এক্ষেত্রে দোকান মালিকের মোট লাভ হলো ১২৬ বিয়োগ ১০০ সমান ২৬ টাকা বা ২৬%।

ক) ৬০%
খ) ৫০%
গ) ৪০%
ঘ) ৩৫%
Note :

যদি ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে ধরা যাক প্রতি পেনসিলের ক্রয়মূল্য ২ টাকা এবং বিক্রয়মূল্য ৩ টাকা। সেক্ষেত্রে প্রতি পেনসিলে লাভ হয় ১ টাকা। সুতরাং লাভের হার হলো (১ ভাগ ২) গুণ ১০০% যা ৫০%।

ক) ৪%
খ) ৬%
গ) ৫%
ঘ) ৭%
Note :

৩৮০ টাকায় বিক্রি করে ২০ টাকা ক্ষতি হলে দ্রব্যটির ক্রয়মূল্য ছিল ৩৮০ যোগ ২০ সমান ৪০০ টাকা। সুতরাং ক্ষতির শতকরা হার হলো (২০ ভাগ ৪০০) গুণ ১০০% যা ৫%।

ক) ১২৮০
খ) ১২৮১
গ) ১৩১০
ঘ) ১৩১১
Note :

প্রথম ব্যক্তি ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য দাঁড়ায় ১২০০ যোগ (১২০০ এর ১৫%) সমান ১৩৮০ টাকা। দ্বিতীয় ক্রেতা ১৩৮০ টাকায় কিনে ৫% ক্ষতিতে বিক্রি করলে শেষ বিক্রয়মূল্য হবে ১৩৮০ বিয়োগ (১৩৮০ এর ৫%) সমান ১৩১১ টাকা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন