ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
ক) লর্ড ওয়ারেন হেস্টিংস
খ) লর্ড রিপন
গ) লর্ড কার্টিয়ার
ঘ) লর্ড কর্নওয়ালিস
বিস্তারিত ব্যাখ্যা:
ছিয়াত্তরের মন্বন্তরের (১৭৭০) সময়কালে বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার (John Cartier)। তার সময়ে দ্বৈত শাসনের কুফল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
Related Questions
ক) ১০৭৬ সনে
খ) ১২৭৬ সনে
গ) ১১৭৬ সনে
ঘ) ১৩৭৬ সনে
Note : এই দুর্ভিক্ষটি বাংলা সন ১১৭৬-এ সংঘটিত হয়েছিল বলেই এর নাম 'ছিয়াত্তরের মন্বন্তর'। 'ছিয়াত্তর' মানে ৭৬। এটি বাংলার ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা।
ক) ১৭৬৮ সালে
খ) ১৭৬৯ সালে
গ) ১৭৭০ সালে
ঘ) ১৭৭২ সালে
Note : দ্বৈত শাসনের অব্যবস্থাপনা, অতিরিক্ত করের বোঝা এবং অনাবৃষ্টির ফলে এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এটি বাংলা ১১৭৬ সনে ঘটেছিল, যা ইংরেজি ১৭৭০ সালের সাথে মিলে যায়।
ক) ১৭৫৮ সালে
খ) ১৭৬৫ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৫৮ সালে
Note : দিওয়ানি লাভের পর ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ এই ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায়, রাজস্ব আদায়ের ক্ষমতা (দিওয়ানি) কোম্পানির হাতে এবং প্রশাসনিক ক্ষমতা (নিজামত) নবাবের হাতে রাখা হয়। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ক) 1690
খ) 1765
গ) 1793
ঘ) 1829
Note : বক্সার যুদ্ধের (১৭৬৪) পর, ১৭৬৫ সালে সম্পাদিত এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ করে, যা ভারতে তাদের ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে।
ক) শাহ সুজা
খ) মীর জাফর
গ) ফররুখ শিয়ার
ঘ) দ্বিতীয় শাহ আলম
Note : বক্সার যুদ্ধে পরাজিত হওয়ার পর, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ১৭৬৫ সালে এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।
ক) সিরাজের পতন ঘটে
খ) ইংরেজরা বিতাড়িত হয়
গ) ইংরেজরা ক্ষমতা লাভ করে
ঘ) ইংরেজরা দেওয়ানি লাভ করে
Note : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম, সুজা-উদ-দৌলা এবং শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, ১৭৬৫ সালে ইংরেজরা এলাহাবাদের চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে।
জব সলুশন