ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন-
ক) শাহ সুজা
খ) মীর জাফর
গ) ফররুখ শিয়ার
ঘ) দ্বিতীয় শাহ আলম
বিস্তারিত ব্যাখ্যা:
বক্সার যুদ্ধে পরাজিত হওয়ার পর, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ১৭৬৫ সালে এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।
Related Questions
ক) সিরাজের পতন ঘটে
খ) ইংরেজরা বিতাড়িত হয়
গ) ইংরেজরা ক্ষমতা লাভ করে
ঘ) ইংরেজরা দেওয়ানি লাভ করে
Note : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম, সুজা-উদ-দৌলা এবং শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, ১৭৬৫ সালে ইংরেজরা এলাহাবাদের চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে।
ক) ১৮৫৩ সালে
খ) ১৮৫০ সালে
গ) ১৮৫১ সালে
ঘ) ১৮৫২ সালে
Note : লর্ড ডালহৌসির আমলে, ১৮৫৩ সালের ১৬ এপ্রিল, ব্রিটিশ ভারতে বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী রেলগাড়ি চলাচল শুরু হয়, যা এই অঞ্চলে যোগাযোগে বিপ্লব নিয়ে আসে।
ক) ১৪৫ বছর
খ) ১৫০ বছর
গ) ১৫৫ বছর
ঘ) ১৬২ বছর
Note : ভারতে টেলিগ্রাফ সেবা শুরু হয়েছিল ১৮৫০-এর দশকে এবং আধুনিক প্রযুক্তির (মোবাইল ফোন, ইন্টারনেট) সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০১৩ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং, এটি প্রায় ১৬২ বছর চালু ছিল।
ক) লর্ড ওয়েলেসলি
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড ডালহৌসি
Note : লর্ড ডালহৌসির শাসনকালে (১৮৪৮-১৮৫৬) ভারতে যুগান্তকারী পরিবর্তন আসে। ১৮৫৩ সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ এবং ১৮৫০-এর দশকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়।
ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ক্লাইভ
Note : লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬) 'স্বত্ববিলোপ নীতি' (Doctrine of Lapse) প্রবর্তন করেন। এই নীতি অনুসারে, কোনো ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত।
ক) রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হান্টার
ঘ) লর্ড বেন্টিঙ্ক
Note : রাজা রামমোহন রায় ছিলেন এই কুপ্রথার বিরুদ্ধে প্রধানতম সোচ্চার ব্যক্তিত্ব। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সামাজিক আন্দোলনের ফলেই লর্ড বেন্টিঙ্ক এই আইন প্রণয়নে উৎসাহিত হন।
জব সলুশন