'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে?

ক) ১৭৬৮ সালে
খ) ১৭৬৯ সালে
গ) ১৭৭০ সালে
ঘ) ১৭৭২ সালে
বিস্তারিত ব্যাখ্যা:
দ্বৈত শাসনের অব্যবস্থাপনা, অতিরিক্ত করের বোঝা এবং অনাবৃষ্টির ফলে এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এটি বাংলা ১১৭৬ সনে ঘটেছিল, যা ইংরেজি ১৭৭০ সালের সাথে মিলে যায়।

Related Questions

ক) ১৭৫৮ সালে
খ) ১৭৬৫ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৫৮ সালে
Note : দিওয়ানি লাভের পর ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ এই ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায়, রাজস্ব আদায়ের ক্ষমতা (দিওয়ানি) কোম্পানির হাতে এবং প্রশাসনিক ক্ষমতা (নিজামত) নবাবের হাতে রাখা হয়। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ক) 1690
খ) 1765
গ) 1793
ঘ) 1829
Note : বক্সার যুদ্ধের (১৭৬৪) পর, ১৭৬৫ সালে সম্পাদিত এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ করে, যা ভারতে তাদের ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে।
ক) শাহ সুজা
খ) মীর জাফর
গ) ফররুখ শিয়ার
ঘ) দ্বিতীয় শাহ আলম
Note : বক্সার যুদ্ধে পরাজিত হওয়ার পর, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ১৭৬৫ সালে এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।
ক) সিরাজের পতন ঘটে
খ) ইংরেজরা বিতাড়িত হয়
গ) ইংরেজরা ক্ষমতা লাভ করে
ঘ) ইংরেজরা দেওয়ানি লাভ করে
Note : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম, সুজা-উদ-দৌলা এবং শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, ১৭৬৫ সালে ইংরেজরা এলাহাবাদের চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে।
ক) ১৮৫৩ সালে
খ) ১৮৫০ সালে
গ) ১৮৫১ সালে
ঘ) ১৮৫২ সালে
Note : লর্ড ডালহৌসির আমলে, ১৮৫৩ সালের ১৬ এপ্রিল, ব্রিটিশ ভারতে বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী রেলগাড়ি চলাচল শুরু হয়, যা এই অঞ্চলে যোগাযোগে বিপ্লব নিয়ে আসে।
ক) ১৪৫ বছর
খ) ১৫০ বছর
গ) ১৫৫ বছর
ঘ) ১৬২ বছর
Note : ভারতে টেলিগ্রাফ সেবা শুরু হয়েছিল ১৮৫০-এর দশকে এবং আধুনিক প্রযুক্তির (মোবাইল ফোন, ইন্টারনেট) সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০১৩ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং, এটি প্রায় ১৬২ বছর চালু ছিল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন