কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
ক) গঙ্গা
খ) যমুনা
গ) হুগলি
ঘ) মহানদী
বিস্তারিত ব্যাখ্যা:
কলকাতা শহরটি হুগলি নদীর (গঙ্গার একটি শাখা) পূর্ব তীরে অবস্থিত। এই নদীটিই শহরের জীবনরেখা এবং এর বন্দরকে সমুদ্রের সাথে যুক্ত করেছে।
Related Questions
ক) কলকাতা
খ) দিল্লি
গ) পাঞ্জাব
ঘ) ঢাকা
Note : ইংরেজরা ধীরে ধীরে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে কলকাতাকে গড়ে তোলে। পলাশীর যুদ্ধের (১৭৫৭) পর কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয় এবং ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল তাদের ক্ষমতার মূল কেন্দ্র।
ক) ১৫৫১ সালে
খ) ১৬৪৮ সালে
গ) ১৬৫১ সালে
ঘ) ১৬৫৮ সালে
Note : বিভিন্ন ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ইংরেজরা ১৬৫৮ সাল নাগাদ বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র কাশিমবাজারে (বর্তমান মুর্শিদাবাদ জেলায়) তাদের বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপন করে।
ক) আকবরের আমলে
খ) জাহাঙ্গীরের আমলে
গ) শাহজাহানের আমলে
ঘ) আলমগীরের আমলে
Note : বাংলার সুবাদার শাহ সুজা (সম্রাট শাহজাহানের পুত্র) ১৬৫১ সালে ইংরেজদের বাংলায় শুল্কমুক্ত বাণিজ্য করার অনুমতি দেন। এই অনুমতির ভিত্তিতেই তারা হুগলি, কাশিমবাজার ও পাটনায় বাণিজ্য কুঠি স্থাপন করে। তাই এটি শাহজাহানের আমলেই ঘটেছিল।
ক) 1599
খ) 1757
গ) 1475
ঘ) 1658
Note : ইংরেজরা ১৬৫৮ সালে হুগলিতে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে বাংলায় প্রাতিষ্ঠানিকভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এর আগে ১৬৫১ সালে শাহ সুজার অনুমতি পেলেও প্রকৃত প্রতিষ্ঠা ঘটে ১৬৫৮ সালে।
ক) আকবর
খ) শাহবাজ খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) জাহাঙ্গীর
Note : বহু চেষ্টার পর, ইংরেজরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ১৬১৩ সালে পশ্চিম ভারতের সুরাট বন্দরে একটি স্থায়ী বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপনের আনুষ্ঠানিক অনুমতি লাভ করে।
ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডওয়ার্ডস
গ) উইলিয়াম কেরি
ঘ) স্যার টমাস রো
Note : ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ১৬০৮ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্য করার অনুমতি চাইতে আসেন। তিনি 'হেক্টর' নামক জাহাজে করে সুরাটে অবতরণ করেন।
জব সলুশন