ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
জিজ্ঞাসার ভিত্তিতে এখানে "অপরাহ্ন" শব্দটি অশুদ্ধ বানান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ণ-ত্ব বিধান অনুসারে, "অপরাহ্ন" এর সঠিক বানান হচ্ছে "অপরাহ্ণ।"
প্রথমে দেখে নেওয়া যাক:
নির্নিমেষ: এটি সঠিক, কারণ এর বানান ঠিক আছে।
রুগ্ণ: এটি সঠিক, কারণ এর বানানও সঠিক।
পরিবহণ: এই বানানটিও সঠিক।
অপরাহ্ন: এটি ভুল বানান, সঠিক বানান হল অপরাহ্ণ।
তাহলে, বুঝতে পারা যাচ্ছে যে "অপরাহ্ন" বানানটি অষ্টমোকভাবে সঠিক নয় এবং সঠিক বানান হিসেবে "অপরাহ্ণ" ব্যবহৃত হয়।
Related Questions
- সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়।
যেমনঃ
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি,
- দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা
- , অগ্রনায়ক ইত্যাদি।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি ।
-শব্দতত্ত্ব বা রুপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি ।
-বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়- বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি ।
শুদ্ধ বানান : পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, লবণ, স্থানু
জব সলুশন