অশুদ্ধ বানান-জোড় কোনটি?
ক) পুরস্কার, পরিষ্কার
খ) অত্যধিক, আকাঙ্ক্ষা
গ) লবন, স্থানু
ঘ) ওজোন, অস্ত্রোপচার
বিস্তারিত ব্যাখ্যা:
শুদ্ধ বানান : পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, লবণ, স্থানু
Related Questions
ক) বর্ণনা
খ) শাণিত
গ) বণ্টন
ঘ) কোনোটিই নয়
Note : নিত্য মূর্ধন্য-ণ মানে যেসব শব্দে স্বভাবতই 'ণ' হয়, কোনো নিয়ম ছাড়া। যেমন: কণা, বাণিজ্য, লবণ, গণনা ইত্যাদি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'বর্ণনা' (রেফের পর 'ণ'), 'শাণিত' (প্রত্যয়জনিত), 'বণ্টন' (ট-বর্গের পূর্বে 'ণ') - সবগুলোই নিয়মসিদ্ধ। তাই এখানে নিত্য 'ণ'-এর উত্তর নেই।
ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গনিকা, শোনিত
গ) গনননা, গণিকা, শোনিত
ঘ) গণনা, গনিকা, শোসিত
Note : 'গণনা', 'গণিকা', 'শোণিত' এই তিনটি বানানই শুদ্ধ। 'গণনা'-তে স্বভাবতই 'ণ' হয় এবং 'শোণিত'-এ 'ণ' হওয়া একটি প্রচলিত শুদ্ধ বানান।
ক) কিম্ভুক অদ্ভূত
খ) সাবলীল, অনাবীল
গ) বিকিরণ, সমীরণ
ঘ) অনিষ্ট, ঘনিষ্ট
Note : ‘বিকিরণ’ এবং ‘সমীরণ’ দুটি বানানই শুদ্ধ এবং ণ-ত্ব বিধানের নিয়ম (র-এর পর 'ণ') মেনে চলে। ভুল: ক) অদ্ভুত (ৎ হবে না), খ) অনাবিল, গ) ঘনিষ্ঠ।
ক) রামায়ণ, উৎকৃষ্ট
খ) বর্ণনা, অনুষঙ্গ
গ) কৃপণ, মুমূর্ষু
ঘ) গণনা, পাষাণ
Note : গণনা' ও 'পাষাণ' শব্দ দুটিতে কোনো নিয়ম ছাড়াই 'ণ' এবং 'ষ' ব্যবহৃত হয়েছে। অন্যান্য বিকল্পে যেমন 'বর্ণনা', 'কৃপণ', 'উৎকৃষ্ট' শব্দগুলোতে ণ-ত্ব বা ষ-ত্ব বিধানের নিয়ম খাটে।
ক) ঋ, র
খ) ট, ঠ
গ) ই, উ
ঘ) ত, থ
Note : তৎসম শব্দে ঋ-কার, র এবং ষ-এর পরে মূর্ধন্য 'ণ' এবং ঋ-কার ও র-এর পরে 'ষ' হয়।
ক) দোষ
খ) শিষ্ট
গ) শিষ্য
ঘ) কোনোটিই নয়
Note :
'দোষ' শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে।
এরূপ আরো কিছু শব্দ হলোঃ 'ভাষা', কলুষ, পাষাণ, কোষ, ঊষা, পৌষ, ভূষণ, ষড়ঋতু, ঔষধ, মানুষ, আষাঢ়, দ্বেষ, রোষ, ষড়যন্ত্র ইত্যাদি।
জব সলুশন