ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
বিস্তারিত ব্যাখ্যা:

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি ।
-শব্দতত্ত্ব বা রুপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি ।
-বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়- বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি । 
 

Related Questions

ক) পুরস্কার, পরিষ্কার
খ) অত্যধিক, আকাঙ্ক্ষা
গ) লবন, স্থানু
ঘ) ওজোন, অস্ত্রোপচার
Note :

শুদ্ধ বানান : পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, লবণ, স্থানু

ক) বর্ণনা
খ) শাণিত
গ) বণ্টন
ঘ) কোনোটিই নয়
Note : নিত্য মূর্ধন্য-ণ মানে যেসব শব্দে স্বভাবতই 'ণ' হয়, কোনো নিয়ম ছাড়া। যেমন: কণা, বাণিজ্য, লবণ, গণনা ইত্যাদি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'বর্ণনা' (রেফের পর 'ণ'), 'শাণিত' (প্রত্যয়জনিত), 'বণ্টন' (ট-বর্গের পূর্বে 'ণ') - সবগুলোই নিয়মসিদ্ধ। তাই এখানে নিত্য 'ণ'-এর উত্তর নেই।
ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গনিকা, শোনিত
গ) গনননা, গণিকা, শোনিত
ঘ) গণনা, গনিকা, শোসিত
Note : 'গণনা', 'গণিকা', 'শোণিত' এই তিনটি বানানই শুদ্ধ। 'গণনা'-তে স্বভাবতই 'ণ' হয় এবং 'শোণিত'-এ 'ণ' হওয়া একটি প্রচলিত শুদ্ধ বানান।
ক) কিম্ভুক অদ্ভূত
খ) সাবলীল, অনাবীল
গ) বিকিরণ, সমীরণ
ঘ) অনিষ্ট, ঘনিষ্ট
Note : ‘বিকিরণ’ এবং ‘সমীরণ’ দুটি বানানই শুদ্ধ এবং ণ-ত্ব বিধানের নিয়ম (র-এর পর 'ণ') মেনে চলে। ভুল: ক) অদ্ভুত (ৎ হবে না), খ) অনাবিল, গ) ঘনিষ্ঠ।
ক) রামায়ণ, উৎকৃষ্ট
খ) বর্ণনা, অনুষঙ্গ
গ) কৃপণ, মুমূর্ষু
ঘ) গণনা, পাষাণ
Note : গণনা' ও 'পাষাণ' শব্দ দুটিতে কোনো নিয়ম ছাড়াই 'ণ' এবং 'ষ' ব্যবহৃত হয়েছে। অন্যান্য বিকল্পে যেমন 'বর্ণনা', 'কৃপণ', 'উৎকৃষ্ট' শব্দগুলোতে ণ-ত্ব বা ষ-ত্ব বিধানের নিয়ম খাটে।
ক) ঋ, র
খ) ট, ঠ
গ) ই, উ
ঘ) ত, থ
Note : তৎসম শব্দে ঋ-কার, র এবং ষ-এর পরে মূর্ধন্য 'ণ' এবং ঋ-কার ও র-এর পরে 'ষ' হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন