শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গনিকা, শোনিত
গ) গনননা, গণিকা, শোনিত
ঘ) গণনা, গনিকা, শোসিত
বিস্তারিত ব্যাখ্যা:
'গণনা', 'গণিকা', 'শোণিত' এই তিনটি বানানই শুদ্ধ। 'গণনা'-তে স্বভাবতই 'ণ' হয় এবং 'শোণিত'-এ 'ণ' হওয়া একটি প্রচলিত শুদ্ধ বানান।
Related Questions
ক) কিম্ভুক অদ্ভূত
খ) সাবলীল, অনাবীল
গ) বিকিরণ, সমীরণ
ঘ) অনিষ্ট, ঘনিষ্ট
Note : ‘বিকিরণ’ এবং ‘সমীরণ’ দুটি বানানই শুদ্ধ এবং ণ-ত্ব বিধানের নিয়ম (র-এর পর 'ণ') মেনে চলে। ভুল: ক) অদ্ভুত (ৎ হবে না), খ) অনাবিল, গ) ঘনিষ্ঠ।
ক) রামায়ণ, উৎকৃষ্ট
খ) বর্ণনা, অনুষঙ্গ
গ) কৃপণ, মুমূর্ষু
ঘ) গণনা, পাষাণ
Note : গণনা' ও 'পাষাণ' শব্দ দুটিতে কোনো নিয়ম ছাড়াই 'ণ' এবং 'ষ' ব্যবহৃত হয়েছে। অন্যান্য বিকল্পে যেমন 'বর্ণনা', 'কৃপণ', 'উৎকৃষ্ট' শব্দগুলোতে ণ-ত্ব বা ষ-ত্ব বিধানের নিয়ম খাটে।
ক) ঋ, র
খ) ট, ঠ
গ) ই, উ
ঘ) ত, থ
Note : তৎসম শব্দে ঋ-কার, র এবং ষ-এর পরে মূর্ধন্য 'ণ' এবং ঋ-কার ও র-এর পরে 'ষ' হয়।
ক) দোষ
খ) শিষ্ট
গ) শিষ্য
ঘ) কোনোটিই নয়
Note :
'দোষ' শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে।
এরূপ আরো কিছু শব্দ হলোঃ 'ভাষা', কলুষ, পাষাণ, কোষ, ঊষা, পৌষ, ভূষণ, ষড়ঋতু, ঔষধ, মানুষ, আষাঢ়, দ্বেষ, রোষ, ষড়যন্ত্র ইত্যাদি।
ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ) দুটোই অশুদ্ধ
ঘ) দুটোই শুদ্ধ
Note : প্রশ্নটি ষ-ত্ব বিধানের সঠিক প্রয়োগ যাচাই করছে। নিয়ম অনুযায়ী, ‘পুরঃ’+‘কার’= পুরস্কার (স হয়) এবং ‘পরি’+‘কার’= পরিষ্কার (ষ হয়)। বাক্যটিতে দুটি বানানই ভুলভাবে লেখা হয়েছে। শুদ্ধ রূপ হবে: “পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত পরিষ্কার”!
ক) স্বচ্ছন্দ, স্বচ্ছল, শিরোচ্ছেদ
খ) ধৈর্য্য, স্থৈর্যতা, সখ্যতা
গ) একত্রিত, অধীনস্থ,ভাষাভাষী
ঘ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
Note : ‘জন্মবার্ষিক’, ‘পরিষ্কার’ (ষ-ত্ব বিধান) এবং ‘পুরস্কার’ (ষ-ত্ব বিধান) – এই তিনটি বানানই শুদ্ধ। অন্যান্য বিকল্পে ভুল রয়েছে: ক) শুদ্ধ রূপ ‘শিরশ্ছেদ’। খ) শুদ্ধ রূপ ‘ধৈর্য’, ‘স্থৈর্য’, ‘সখ্য’। গ) শুদ্ধ রূপ ‘অধীন’।
জব সলুশন