দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
সংখ্যাটি 57 হলে অংকদ্বয় স্থান বিনিময় করার পর হয় 75 এবং পার্থক্য (75 - 57) = 18 সংখ্যাটি 39 হলে অংকদ্বয় স্থান বিনিময় করার পর হয় 93 এবং পার্থক্য (93 - 39) = 54 এবং অংক দুটির যোগফল (9 + 3) = 12 , যা অংকের শর্তকে সিদ্ধ করে। অতএব নির্ণেয় সংখ্যা 39
Related Questions
পচা কমলার সংখ্যা ২০ এর ২০/১০০ = ৪ টি
∴ ভালো কমলার সংখ্যা (২০ - ৪) = ১৬ টি ।
১৫.৬ এর ৮%
= ১৫.৬ এর ৮/১০০
= ১৫.৬ এর ০.০৮
= ১.২৪৮
১২% বৃদ্ধিতে,
পূর্বের জনসংখ্যা ১০০ হলে বর্তমান জনসংখ্যা = ১১২ জন
বর্তমানে ১১২ হলে পূর্বের ১০০ জন
বর্তমানে ১ হলে পূর্বের ১০০/১১২ জন
বর্তমান ৩৩৬০ হলে পূর্বের ১০০×৩৩৬০/১১২ = ৩০০০ জন
৫ টাকা আয়কর দেন মোট আয় = ১০০ টাকায়
৬০০ টাকা আয়কর দেন মোট আয়
= ১০০×৬০০⁄৫
= ১২,০০০ টাকায়
.:.লোকটির মোট আয় ১২,০০০ টাকা ।
ইংরেজীতে ফেল করে (১০০ - ৮৫) জন = ১৫ জন
১৫ জন ফেল করলে পরীক্ষার্থী ১০০ জন
১ " " " " " ১০০/১৫ জন
∴ ৭৫ " " " " (১০০× ৭৫)/১৫ জন
= ৫০০ জন
১০% হারে বর্ধিত হওয়ায় = ১০০ + ১০ = ১১০
বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিলো ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিলো ১০০/১১০ জন
বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিলো = ১৬৫০ × ১০০ / ১১০ = ১৫০০ জন
জব সলুশন