এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

ক) ২০,০০০ টাকা
খ) ১৫,০০০ টাকা
গ) ১২,০০০ টাকা
ঘ) ১০,০০০ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:

৫ টাকা আয়কর দেন মোট আয় = ১০০ টাকায়
৬০০ টাকা আয়কর দেন মোট আয়
= ১০০×৬০০⁄৫
= ১২,০০০ টাকায়
.:.লোকটির মোট আয় ১২,০০০ টাকা ।

Related Questions

ক) ৭৭৫ জন
খ) ৬৫০ জন
গ) ৫০০ জন
ঘ) ৩৭৫ জন
Note :

ইংরেজীতে ফেল করে (১০০ - ৮৫) জন = ১৫ জন


১৫ জন ফেল করলে পরীক্ষার্থী ১০০ জন

১ " " " " " ১০০/১৫ জন

∴ ৭৫ " " " " (১০০× ৭৫)/১৫ জন

= ৫০০ জন

ক) 1400
খ) 1500
গ) 1540
ঘ) 1580
Note :

১০% হারে বর্ধিত হওয়ায় = ১০০ + ১০ = ১১০

বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিলো ১০০ জন

বর্তমানে ১ জন হলে পূর্বে ছিলো ১০০/১১০ জন

বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিলো = ১৬৫০ × ১০০ / ১১০ = ১৫০০ জন

ক) 70
খ) 40
গ) 90
ঘ) 75
Note :

মনে করি, সংখ্যাটি ক্

প্রশ্ন মতে, ক এর ৪০/১০০ + ৪২ = ক

বা,২ক/৫ + ৪২ = ক

বা,ক = ৭০।

ক) ৪০০.০০ টাকা
খ) ৪২০.০০ টাকা
গ) ৪৩০.০০ টাকা
ঘ) ৪৫০.০০ টাকা
Note :

একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০ টাকা।

ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে,

মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।

ধরি,

ঘড়ির মূল্য = x টাকা। এবং, চেইনের মূল্য = (৫০০ - x) টাকা ।

তাহলে,

(X এর ১০%) + {(৫০০ - x) এর ৫% } = ৪৫

বা, ১০x/১০০ + ৫(৫০০ - x)/১০০ = ৪৫

বা, ১০x + ৫(৫০০ - x) = ৪৫০০

বা, ১০x + ২৫০০ - ৫x = ৪৫০০

বা, ৫x = ২০০০
 

বা, x = ৪০০

ক) ৭৫০ টাকা
খ) ৭০০ টাকা
গ) ৭২০ টাকা
ঘ) ৭৫ টাকা
Note :

১২% কমে বর্তমান মূল্য ৮৮

পূর্বমূল্য ১০০ হলে বর্তমান মূল্য = ৮৮ টাকা

পূর্বমূল্য ৬০০০ হলে বর্তমান মূল্য = (৮৮×৬০০০)/১০০ টাকা

= ৫২৮০ টাকা

∴১ কুইন্টাল চালের মূল্য = (৬০০০ - ৫২৮০) = ৭২০ টাকা

ক) ৬টি
খ) ৯টি
গ) ১২টি
ঘ) ১০টি
Note :

১৫টি পোশাকের মধ্যে শার্ট আছে = ১৫x(৪০/১০০) = ৬টি.


সুতরাং শার্ট নয় (১৫ - ৬) = ৯টি.

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন