কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ইংরেজীতে ফেল করে (১০০ - ৮৫) জন = ১৫ জন
১৫ জন ফেল করলে পরীক্ষার্থী ১০০ জন
১ " " " " " ১০০/১৫ জন
∴ ৭৫ " " " " (১০০× ৭৫)/১৫ জন
= ৫০০ জন
Related Questions
১০% হারে বর্ধিত হওয়ায় = ১০০ + ১০ = ১১০
বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিলো ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিলো ১০০/১১০ জন
বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিলো = ১৬৫০ × ১০০ / ১১০ = ১৫০০ জন
মনে করি, সংখ্যাটি ক্
প্রশ্ন মতে, ক এর ৪০/১০০ + ৪২ = ক
বা,২ক/৫ + ৪২ = ক
বা,ক = ৭০।
একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০ টাকা।
ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে,
মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।
ধরি,
ঘড়ির মূল্য = x টাকা। এবং, চেইনের মূল্য = (৫০০ - x) টাকা ।
তাহলে,
(X এর ১০%) + {(৫০০ - x) এর ৫% } = ৪৫
বা, ১০x/১০০ + ৫(৫০০ - x)/১০০ = ৪৫
বা, ১০x + ৫(৫০০ - x) = ৪৫০০
বা, ১০x + ২৫০০ - ৫x = ৪৫০০
বা, ৫x = ২০০০
বা, x = ৪০০
১২% কমে বর্তমান মূল্য ৮৮
পূর্বমূল্য ১০০ হলে বর্তমান মূল্য = ৮৮ টাকা
পূর্বমূল্য ৬০০০ হলে বর্তমান মূল্য = (৮৮×৬০০০)/১০০ টাকা
= ৫২৮০ টাকা
∴১ কুইন্টাল চালের মূল্য = (৬০০০ - ৫২৮০) = ৭২০ টাকা
১৫টি পোশাকের মধ্যে শার্ট আছে = ১৫x(৪০/১০০) = ৬টি.
সুতরাং শার্ট নয় (১৫ - ৬) = ৯টি.
৩০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১৩০ টাকা
বর্তমানে বেতন ১৩০ টাকা হলে পূর্ব বেতন = ১০০ টাকা
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্ব বেতন = (১০০×১১০৫০)/১৩০
=৮৫০০ টাকা
জব সলুশন