একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?
একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০ টাকা।
ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে,
মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।
ধরি,
ঘড়ির মূল্য = x টাকা। এবং, চেইনের মূল্য = (৫০০ - x) টাকা ।
তাহলে,
(X এর ১০%) + {(৫০০ - x) এর ৫% } = ৪৫
বা, ১০x/১০০ + ৫(৫০০ - x)/১০০ = ৪৫
বা, ১০x + ৫(৫০০ - x) = ৪৫০০
বা, ১০x + ২৫০০ - ৫x = ৪৫০০
বা, ৫x = ২০০০
বা, x = ৪০০
Related Questions
১২% কমে বর্তমান মূল্য ৮৮
পূর্বমূল্য ১০০ হলে বর্তমান মূল্য = ৮৮ টাকা
পূর্বমূল্য ৬০০০ হলে বর্তমান মূল্য = (৮৮×৬০০০)/১০০ টাকা
= ৫২৮০ টাকা
∴১ কুইন্টাল চালের মূল্য = (৬০০০ - ৫২৮০) = ৭২০ টাকা
১৫টি পোশাকের মধ্যে শার্ট আছে = ১৫x(৪০/১০০) = ৬টি.
সুতরাং শার্ট নয় (১৫ - ৬) = ৯টি.
৩০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১৩০ টাকা
বর্তমানে বেতন ১৩০ টাকা হলে পূর্ব বেতন = ১০০ টাকা
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্ব বেতন = (১০০×১১০৫০)/১৩০
=৮৫০০ টাকা
১০০ টাকায় কমিশন পাওয়া যায় = ৩.৫ টাকা
৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে = (৩০০০ ×৩.৫)/১০০
= ১০৫ টাকা
১০০টাকায় কমিশন পাওয়া যায় ২.৫০ টাকা
১ " " " " = ২.৫০/১০০
২০০০ " " " = ২.৫০×২০০০/১০০
= ৫০ টাকা
৫০% হ্রাসে বেতন = (১০০ - ৫০) = ৫০ টাকা
.’. মন্দার পূর্বের বেতন ১০০ টাকা হলে পরের বেতন ৫০ টাকা
৮০% বৃদ্ধিতে বেতন (১০০ + ৮০) = ১৮০ টাকা
পূর্বে বেতন ১০০ টাকা হলে পরে বেতন ৮০ টাকা
পূর্বে বেতন ৫০ টাকা হলে পরে বেতন (১৮০×৫০)/১০০
= ৯০ টাকা
জব সলুশন