২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

ক) ২৩°
খ) 22¹⁄₂°
গ) ২০°
ঘ) ২৩.৫ °
বিস্তারিত ব্যাখ্যা:

ঘড়ির সম্পূর্ণ কেন্দ্রে তথা ১২ ঘন্টায় ঘন্টার কাটার অতিক্রান্ত কোণের পরিমান ৩৬০ ডিগ্রী,

অর্থাৎ প্রত্যেক এক ঘন্টায় ঘন্টার কাটা অগ্রসর হয় ৩৬০/১২ বা ৩০ ডিগ্রী।

অতএব ১৫ মিনিটে ঘন্টার কাটা অগ্রসর হবে ৩০/৪ = ৭.৫ ডিগ্রী।

এখন, ২ঃ১৫ বাজে ঘন্টার কাটার অবস্থান ২*৩০ + ৭.৫ = ৬৭.৫ ডিগ্রীতে,

এবং মিনিটের কাটার অবস্থান ৩*৩০ = ৯০ ডিগ্রীতে।

অতএব এদের মধ্যকার পার্থক্য = ৯০ - ৬৭.৫ = ২২.৫ ডিগ্রী

সঠিক উত্তর হবেঃ ২২.৫ ডিগ্রী

Related Questions

ক) -6
খ) 3
গ) 6
ঘ) -3
Note :

x+3) (x-3)=x²-3²=x²-9

এখন ,  x²-6)x²-9(1
                    x²-6
             (-)          (+)
        ____________
                          -3

ক) 54
খ) 35
গ) 45
ঘ) 55
Note :

a³−b³=513

⇒(a−b)³+3ab (a−b) =513

⇒(3)³ +3ab ×3=513

⇒9ab =513−27

⇒ab=486/9

.'. ab=54

ক) ১৫ ফুট
খ) ১২ ফুট
গ) ২০ ফুট
ঘ) উত্তর নাই
Note :

পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC=৬, CF=৫ ফুট, DE=১৮ ফুট।

সঠিক হবে : উত্তর নাই
 

ক) ৬০
খ) ৬৪
গ) ৬২
ঘ) ৫০
Note :

প্রথম ৪টি ও শেষ ৫টি সহ মােট ৯টি সংখ্যার সমষ্টি  =  (৪ × ৫২  +  ৫x ৩৮)

           =  (২০৮   +   ১৯০)

           =  ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি  =  (৪৬২ -  ৩৯৮)  =  ৬৪

ক) ২৭ টাকা
খ) ২৫.৯৩ টাকা
গ) ৪০ টাকা
ঘ) ২৫.৫ টাকা
Note :

খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৩৫ টাকা

১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ৩৫/১৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫
                             = ২৫.৯৩ টাকা

ক) . 0
খ) 1
গ) 225
ঘ) 1/225
Note :

(15÷15×15)/(15÷15এর 15)
= (1×15)/(15÷225)
= 15×225/15
= 225

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন