কোনটি শুদ্ধ?

ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজনতা
ঘ) সৌজন্য
বিস্তারিত ব্যাখ্যা:

সৌজন্য: (বিশেষ্য পদ) ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট - ব্যবহার।

Related Questions

ক) গলাধাক্কা দেয়া
খ) অমাবস্যা
গ) দ্বিতীয়ত
ঘ) কাস্তে
Note :

'অর্ধচন্দ্র' -  এর অর্থ গলা ধাক্কা দেয়া।

অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ -   আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।

ক) সধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য
Note :

সূর্য /বিশেষ্য পদ/ ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তন্ড, বিভাবসু, মিত্র, মিহির, পূষা, প্রভাকর।

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুণ্ণ করে
ঘ) অর্থবোধক করে
Note :

সমাস ভাষাকে সংক্ষেপ করে।

সমাস: সমাস শব্দের অর্থ মিলন। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকেই বলা হয় সমাস।

মূলত, সমাসে একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়। সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে।

বাক্যে শব্দের ব্যবহার কমানোর উদ্দেশ্যে সমাস ব্যবহার করা হয়।

উল্লেখ্য, সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন। আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলন।

ক) আনন্দ
খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস
Note :

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্থের ৩০তম কবিতার প্রথম লাইন হলো “বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়”।
রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত কিছু উক্তিঃ
- ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা।' (সোনার তরী)
- যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।”
- ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' (সমাপ্তি)
- ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির।’
- ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা।' (বলাকা)
- ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।'
- গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।' (শেষের কবিতার লাবণ্যর উক্তি)
- “কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’। (কাবুলিওয়ালা)
- ‘আমি এ কথা, এ ব্যথা, সুখ-ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি।' -রবীন্দ্রনাথে এ গানে ‘নিছনি’পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
- ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ (জীবিত ও মৃত)
- ‘ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী' (শেষের কবিতা)
- কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও? (শেষের কবিতা)

ক) এরা অনেক ছোট হয়
খ) এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
গ) এরা পানিতে জন্মে
ঘ) এদের পাতা অনেক কম থাকে
Note :

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে । এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। 

এরেনকাইমা জাতীয় কোষ বিদ্যমান থাকে

ক) আয়না বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু
Note :

ভূপৃষ্ঠের উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন - অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় বায়ু।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন