পিএলও-এর সদর দপ্তর–
ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর সদর দপ্তর রামাল্লায় অবস্থিত। রামাল্লা পশ্চিম তীরের একটি প্রধান শহর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক কেন্দ্র।
রাবাত): রাবাত মরক্কোর রাজধানী ।
বেনগাজি): বেনগাজি লিবিয়ার একটি শহর ।
মরক্কো): মরক্কো একটি দেশ, কোনো নির্দিষ্ট শহর নয় যেখানে পিএলও-এর সদর দপ্তর অবস্থিত। পিএলও-এর সদর দপ্তর ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত।
Related Questions
আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ইরাক। ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ই জুলাই, ১৯৭২ সালে। মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় সেনেগাল ১লা ফেব্রুয়ারি, ১৯৭২ সালে। তবে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ৬ই ডিসেম্বর, ১৯৭১ সালে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- ৮ ডিসেম্বর ১৯৮৫ গঠিত হওয়া আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা SAARC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়.৭-৮ ডিসেম্বর ১৯৮৫ দু'দিন এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
দক্ষিণ তালপট্রি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ । ভারতে দ্বীপটি 'নিউমুর দ্বীপ' আবার কখনও 'পূর্বাশা' নামে অভিহিত করা হয়।
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিষ্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট তিনবার রাজধানী স্থাপিত হয় - ১৬১০, ১৯০৫ , ১৯৪৭ খ্রিষ্টাব্দে।
- হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত।
- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন।
- পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন।
- উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর (এ এফ) রহমান (১৮৮৯-১৯৪৫)।
- ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
জব সলুশন