আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

ক) ইরাক
খ) আলজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) জর্ডান
বিস্তারিত ব্যাখ্যা:

আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ইরাক। ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ই জুলাই, ১৯৭২ সালে। মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় সেনেগাল ১লা ফেব্রুয়ারি, ১৯৭২ সালে। তবে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ৬ই ডিসেম্বর, ১৯৭১ সালে।

Related Questions

ক) ১৯৮৪ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে
Note :

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- ৮ ডিসেম্বর ১৯৮৫ গঠিত হওয়া আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা SAARC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়.৭-৮ ডিসেম্বর ১৯৮৫ দু'দিন এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ক) নিঝুম দ্বীপ
খ) সেন্টমার্টিন দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ) কুতুবদিয়া দ্বীপ
Note :

দক্ষিণ তালপট্রি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর  সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ । ভারতে দ্বীপটি 'নিউমুর দ্বীপ' আবার কখনও 'পূর্বাশা' নামে অভিহিত করা হয়।

ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ
Note :

ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিষ্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট তিনবার রাজধানী স্থাপিত হয় - ১৬১০, ১৯০৫ , ১৯৪৭ খ্রিষ্টাব্দে।

ক) শামীম সিকদার
খ) সৈয়দ আব্দুল্লাহ খান
গ) হামিদুজ্জামান খান
ঘ) আব্দুস সুলতান
Note :

- হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত।
- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন।
- পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন।

ক) ড.রমেশচনদ্র মজুমদার
খ) ড.মাহমুদ হাসান
গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ) স্যার এ এফ রহমান
Note :

- উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর (এ এফ) রহমান (১৮৮৯-১৯৪৫)।
- ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
Note :

মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলার রূপ প্রকৃতি এবং সম্পদের প্রাচুর্য মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন