কোন বানানটি শুদ্ধ নয়?
ক) দারিদ্রতা
খ) উপযোগিতা
গ) রূপণ
ঘ) কাহিনী
বিস্তারিত ব্যাখ্যা:
‘দারিদ্রতা’ শব্দটি ব্যাকরণগতভাবে ভুল। বিশেষ্য পদটি হবে ‘দরিদ্রতা’ অথবা ‘দারিদ্র্য’।
Related Questions
ক) ইহার আবশ্যকতা নাই
খ) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
গ) আপনি সপরিবারে আমন্ত্রিত
ঘ) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
Note : ‘সমৃদ্ধশালী’ শব্দটি বাহুল্য দোষযুক্ত। সঠিক শব্দ হলো ‘সমৃদ্ধ’। তাই এটি শুদ্ধ বাক্য নয়।
ক) মিষ্টর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
খ) হিমালয় পর্বত দূরলঙ্ঘনীয়
গ) গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
ঘ) স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
Note : বাক্যটিতে ‘ভৌগোলিক’ বানান এবং প্রয়োগ সঠিক। ‘স্বাক্ষর’ (দস্তখত) আর ‘সাক্ষর’ (অক্ষরজ্ঞানসম্পন্ন) এর ভিন্নতা আছে এখানে ‘সাক্ষর’ হওয়া উচিত ছিল।
ক) হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ) সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে
গ) ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ) দারিদ্রতা কেউ চায় না
Note : ‘ভ্রাতুষ্পুত্র’ বানানটি সঠিক। ‘লজ্জাস্কর’ ভুল (হবে লজ্জাকর) এবং ‘দারিদ্রতা’ ভুল (হবে দরিদ্রতা বা দারিদ্র্য)।
ক) নিরপরাধীকে শাস্তি দিও না
খ) সবিনয় পূর্বক নিবেদন
গ) তিনি তেলে বেগুনে রেগে উঠলেন
ঘ) তুমি নির্দোষ নও
Note : ‘তুমি নির্দোষ নও’ বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ। ‘নিরপরাধী’ ভুল (হবে নিরপরাধ) এবং ‘সবিনয় পূর্বক’ বাহুল্য (হবে সবিনয়ে)।
ক) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
খ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
গ) আপনি সপরিবারে আমন্ত্রিত
ঘ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম
ক) আপনি সপরিবারে আমন্ত্রিত
খ) তার কথা শুনে আমি আশ্চর্য্যান্বিত হলাম
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
Note : ‘সপরিবারে’ (পরিবারসহ) শব্দটি সঠিক। ‘আশ্চর্য্যান্বিত’ ভুল (আশ্চর্যান্বিত হবে) এবং ‘পরশ্রীকাতরতা’ নেতিবাচক গুণ তাই এতে মুগ্ধ হওয়া অযৌক্তিক।
জব সলুশন