কোন বাক্যটি সঠিক?
ক) মিষ্টর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
খ) হিমালয় পর্বত দূরলঙ্ঘনীয়
গ) গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
ঘ) স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যটিতে ‘ভৌগোলিক’ বানান এবং প্রয়োগ সঠিক। ‘স্বাক্ষর’ (দস্তখত) আর ‘সাক্ষর’ (অক্ষরজ্ঞানসম্পন্ন) এর ভিন্নতা আছে এখানে ‘সাক্ষর’ হওয়া উচিত ছিল।
Related Questions
ক) হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ) সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে
গ) ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ) দারিদ্রতা কেউ চায় না
Note : ‘ভ্রাতুষ্পুত্র’ বানানটি সঠিক। ‘লজ্জাস্কর’ ভুল (হবে লজ্জাকর) এবং ‘দারিদ্রতা’ ভুল (হবে দরিদ্রতা বা দারিদ্র্য)।
ক) নিরপরাধীকে শাস্তি দিও না
খ) সবিনয় পূর্বক নিবেদন
গ) তিনি তেলে বেগুনে রেগে উঠলেন
ঘ) তুমি নির্দোষ নও
Note : ‘তুমি নির্দোষ নও’ বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ। ‘নিরপরাধী’ ভুল (হবে নিরপরাধ) এবং ‘সবিনয় পূর্বক’ বাহুল্য (হবে সবিনয়ে)।
ক) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
খ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
গ) আপনি সপরিবারে আমন্ত্রিত
ঘ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম
ক) আপনি সপরিবারে আমন্ত্রিত
খ) তার কথা শুনে আমি আশ্চর্য্যান্বিত হলাম
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
Note : ‘সপরিবারে’ (পরিবারসহ) শব্দটি সঠিক। ‘আশ্চর্য্যান্বিত’ ভুল (আশ্চর্যান্বিত হবে) এবং ‘পরশ্রীকাতরতা’ নেতিবাচক গুণ তাই এতে মুগ্ধ হওয়া অযৌক্তিক।
ক) অন্যায়ের ফল অনিবার্য
খ) অন্যায়ের ফল আবশ্যক
গ) বিধি লঙ্ঘন হয়েছে
ঘ) কোথায় আমরা একত্র হব?
Note : ‘অনিবার্য’ মানে যা এড়ানো যায় না। অন্যায়ের ফল যে ভোগ করতেই হবে তা বোঝাতে ‘অনিবার্য’ শব্দটিই সবচেয়ে যুৎসই।
ক) কেবলমাত্র তুমি যাবে
খ) এতে আশ্চর্য হলাম
গ) বিবিধ জিনিস কিনলাম
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
Note : ‘বিবিধ জিনিস কিনলাম’ বাক্যটি বাহুল্য দোষমুক্ত এবং শব্দচয়ন সঠিক। ‘কেবলমাত্র’ বাহুল্য দোষ (কেবল বা মাত্র হবে) এবং ‘সন্তোষ হলাম’ ভুল (সন্তুষ্ট হলাম হবে)।
জব সলুশন