কোন বাক্যটি শুদ্ধ?

ক) আপনি সপরিবারে আমন্ত্রিত
খ) তার কথা শুনে আমি আশ্চর্য্যান্বিত হলাম
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
বিস্তারিত ব্যাখ্যা:
‘সপরিবারে’ (পরিবারসহ) শব্দটি সঠিক। ‘আশ্চর্য্যান্বিত’ ভুল (আশ্চর্যান্বিত হবে) এবং ‘পরশ্রীকাতরতা’ নেতিবাচক গুণ তাই এতে মুগ্ধ হওয়া অযৌক্তিক।

Related Questions

ক) অন্যায়ের ফল অনিবার্য
খ) অন্যায়ের ফল আবশ্যক
গ) বিধি লঙ্ঘন হয়েছে
ঘ) কোথায় আমরা একত্র হব?
Note : ‘অনিবার্য’ মানে যা এড়ানো যায় না। অন্যায়ের ফল যে ভোগ করতেই হবে তা বোঝাতে ‘অনিবার্য’ শব্দটিই সবচেয়ে যুৎসই।
ক) কেবলমাত্র তুমি যাবে
খ) এতে আশ্চর্য হলাম
গ) বিবিধ জিনিস কিনলাম
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
Note : ‘বিবিধ জিনিস কিনলাম’ বাক্যটি বাহুল্য দোষমুক্ত এবং শব্দচয়ন সঠিক। ‘কেবলমাত্র’ বাহুল্য দোষ (কেবল বা মাত্র হবে) এবং ‘সন্তোষ হলাম’ ভুল (সন্তুষ্ট হলাম হবে)।
ক) দস্যুরা তাকে জিম্মি করে রেখেছে
খ) তুমি নিশ্চিন্তে আমার নিকট তোমার ছেলেকে জিম্মিরূপে রেখে যেতে পারো
গ) ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করছে
ঘ) জিম্মি বালকটিকে ওরা হত্যা করে ফেলতে পারে
Note : ‘জিম্মি’ শব্দটি এখানে সঠিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে। অন্য বাক্যগুলোতে ‘জিম্মি’র ব্যবহার কিছুটা অপ্রচলিত বা ভুল।
ক) শুদ্ধ
খ) অশুদ্ধ
গ) প্রচলিত
ঘ) কোনোটিই নয়
Note : এখানে উত্তম পুরুষ ‘আমি’ শেষে বসার কথা (বাবা ও আমি)। তাই ৩-১ ক্রম না মেনে ১-৩ ক্রম ব্যবহার করায় বাক্যটি অশুদ্ধ বা দুর্বল।
ক) প্রধান প্রকৌশলী প্রথমে অনুমোদন দেন নাই পরবর্তীতে দেন
খ) জনগণের জন্য সরকার সরকারের জন্য দরকার
গ) কী কথা তাহার সাথে তার সাথে?
ঘ) আমি যেয়ে দেখি সব শেষ?
Note : ‘আমি যেয়ে দেখি সব শেষ’ বাক্যটি চলিত রীতিতে প্রাঞ্জল এবং ঘটনার আকস্মিকতা প্রকাশে সঠিক।
ক) মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
খ) মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
গ) মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
ঘ) মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
Note : ‘দুরাকাঙ্ক্ষা’ বানানটি এবং ‘মনোরম উদ্যান’ এর বিশেষণ প্রয়োগ সঠিক। অপশনগুলো একই মনে হলেও বানানে সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন