কোন বাক্যটি শুদ্ধ?
ক) রহিমা পাগলি হয়ে গেছে
খ) রহিমা পাগল হয়ে গেছে
গ) রহিমা পাগলিনি হয়ে গেছে
ঘ) রহিমা পাগলী হয়ে গেছে
বিস্তারিত ব্যাখ্যা:
বিশেষণ পদ হিসেবে 'পাগল' স্ত্রীলিঙ্গেও অপরিবর্তিত থাকতে পারে। অথবা 'পাগলিনি' হতে পারে; তবে সাধারণ অর্থে 'পাগল' শব্দটি লিঙ্গনিরপেক্ষভাবে ব্যবহৃত হয়।
Related Questions
ক) দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
গ) দুর্বলতাবসত অনাথা বসে পড়ল
ঘ) দুর্বলবশত: অনাথা বসে পড়ল
Note : দুর্বলতা একটি বিশেষ্য; তাই দুর্বলতাবশত (কারণে) সঠিক। অনাথিনী স্ত্রীলিঙ্গে শুদ্ধ।
ক) দিবারাত্রী
খ) দিবারাত্র
গ) দীবারাত্র
ঘ) দিবসরাত্রী
Note : দিবা ও রাত্র মিলে দ্বন্দ্ব সমাস বা সন্ধি হলে 'দিবারাত্র' হয়; রাত্রি হয় না।
ক) প্রমুখ বিশিষ্ট ব্যক্তি
খ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা
গ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ
ঘ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ
Note : 'বর্গ' বা 'বৃন্দ' সমষ্টিবাচক শব্দ হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।
ক) ৫ জন ছাত্রা স্কুলে যায়
খ) ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
গ) ৫ জন ছাত্র স্কুলে যায়
ঘ) ৫ জন ছাত্রে স্কুলে যায়
Note : সংখ্যাবাচক শব্দ (৫ জন) থাকলে বিশেষ্যের সাথে আর বহুবচন বিভক্তি যুক্ত হয় না।
ক) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন
ঘ) প্রত্যেক শিক্ষক ক্লাসে উপস্থিত থাকবেন
Note : 'প্রত্যেক' এর সাথে 'গণ' হয় না। 'প্রত্যেক শিক্ষক' একবচনে শুদ্ধ।
ক) এ বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী
খ) এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী
গ) এ বিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দই মনোযোগী
ঘ) কোনোটিই নয়
Note : বহুবচনের দ্বিরুক্তি পরিহার করতে হবে। 'সকল ছাত্রই' শুদ্ধ।
জব সলুশন