কোনটি সঠিক বানান?
ক) দিবারাত্রী
খ) দিবারাত্র
গ) দীবারাত্র
ঘ) দিবসরাত্রী
বিস্তারিত ব্যাখ্যা:
দিবা ও রাত্র মিলে দ্বন্দ্ব সমাস বা সন্ধি হলে 'দিবারাত্র' হয়; রাত্রি হয় না।
Related Questions
ক) প্রমুখ বিশিষ্ট ব্যক্তি
খ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা
গ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ
ঘ) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ
Note : 'বর্গ' বা 'বৃন্দ' সমষ্টিবাচক শব্দ হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।
ক) ৫ জন ছাত্রা স্কুলে যায়
খ) ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
গ) ৫ জন ছাত্র স্কুলে যায়
ঘ) ৫ জন ছাত্রে স্কুলে যায়
Note : সংখ্যাবাচক শব্দ (৫ জন) থাকলে বিশেষ্যের সাথে আর বহুবচন বিভক্তি যুক্ত হয় না।
ক) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন
ঘ) প্রত্যেক শিক্ষক ক্লাসে উপস্থিত থাকবেন
Note : 'প্রত্যেক' এর সাথে 'গণ' হয় না। 'প্রত্যেক শিক্ষক' একবচনে শুদ্ধ।
ক) এ বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী
খ) এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী
গ) এ বিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দই মনোযোগী
ঘ) কোনোটিই নয়
Note : বহুবচনের দ্বিরুক্তি পরিহার করতে হবে। 'সকল ছাত্রই' শুদ্ধ।
ক) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ) সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
গ) সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
ঘ) খ ও গ উভয়ই
Note : 'সকল' এবং 'গণ' একসাথে বসে না। তাই 'সকল সভ্য' বা 'সভ্যগণ' শুদ্ধ।
ক) বচন
খ) পদ
গ) লিঙ্গ
ঘ) বিভক্তি
Note : 'সকল' এবং 'ছাত্ররাই' (রা) একসাথে ব্যবহার করায় বচনজনিত ভুল হয়েছে।
জব সলুশন