কোনটি শুদ্ধ বাক্য?
ক) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন
ঘ) প্রত্যেক শিক্ষক ক্লাসে উপস্থিত থাকবেন
বিস্তারিত ব্যাখ্যা:
'প্রত্যেক' এর সাথে 'গণ' হয় না। 'প্রত্যেক শিক্ষক' একবচনে শুদ্ধ।
Related Questions
ক) এ বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী
খ) এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী
গ) এ বিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দই মনোযোগী
ঘ) কোনোটিই নয়
Note : বহুবচনের দ্বিরুক্তি পরিহার করতে হবে। 'সকল ছাত্রই' শুদ্ধ।
ক) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ) সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
গ) সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
ঘ) খ ও গ উভয়ই
Note : 'সকল' এবং 'গণ' একসাথে বসে না। তাই 'সকল সভ্য' বা 'সভ্যগণ' শুদ্ধ।
ক) বচন
খ) পদ
গ) লিঙ্গ
ঘ) বিভক্তি
Note : 'সকল' এবং 'ছাত্ররাই' (রা) একসাথে ব্যবহার করায় বচনজনিত ভুল হয়েছে।
ক) সমুদয় পরীক্ষার্থীকে অভিনন্দন
খ) ফুলদল দিয়া কাটিয়া কি বিধাতা শাম্মলী তরুবরে?
গ) ছেলেরা ফুটবল খেলছে
ঘ) সকল পণ্ডিতেরা অহংকারী হন না
Note : 'সকল' এবং 'পণ্ডিতেরা' দুটোই বহুবচন। তাই এটি বাহুল্য দোষ। শুদ্ধ হবে 'সকল পণ্ডিত' বা 'পণ্ডিতেরা'।
ক) জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ) জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ) জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ) জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Note : জ্ঞানী (দীর্ঘ ঈ-কার) বানান শুদ্ধ। এবং দুইয়ের মধ্যে তুলনায় 'তর' প্রত্যয় বা 'অপেক্ষা' যে কোনো একটি ব্যবহার করতে হয়; দুটোই একসাথে নয়।
ক) বিদ্বান ব্যক্তিরা দরিদ্রতার শিকার হন
খ) বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
গ) বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যতার শিকার হন
ঘ) বিদ্বান ব্যক্তিরা দরিদ্রের শিকার হন
Note : দারিদ্র্য বা দরিদ্রতা সঠিক। দারিদ্র্যের (ষষ্ঠী বিভক্তি) ব্যবহার এখানে সবচেয়ে উপযুক্ত।
জব সলুশন