'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কি?
ক) লোভী
খ) আলসেমি
গ) অপদার্থ
ঘ) প্রচণ্ড গরম
বিস্তারিত ব্যাখ্যা:
অজগর সাপ যেমন শিকারের পেছনে না ছুটে এক জায়গায় অলসভাবে পড়ে থাকে; তেমনি মানুষের মধ্যে যারা কর্মবিমুখ বা অলস তাদের স্বভাবকে 'আলসেমি' বা অজগর বৃত্তি বলা হয়।
Related Questions
ক) সহজ পরীক্ষা
খ) কঠিন পরীক্ষা
গ) ভাষা পরীক্ষা
ঘ) আগুনের পরীক্ষা
Note : রামায়ণে সীতাকে আগুনে প্রবেশ করে সতীত্বের প্রমাণ দিতে হয়েছিল যা ছিল অত্যন্ত কঠিন; সেই থেকে যেকোনো কঠিন বা বিপদসংকুল যাচাইকরণকে 'কঠিন পরীক্ষা' বা অগ্নিপরীক্ষা বলা হয়।
ক) শুরু করা
খ) বিশ্রাম করা
গ) তাড়াতাড়ি শেষ করা
ঘ) শেষ বিদায়
Note : পৌরাণিক কাহিনী অনুসারে মুনি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বত পার হয়ে দক্ষিণে যান এবং আর ফিরে আসেননি; তাই চিরদিনের জন্য প্রস্থান বা 'শেষ বিদায়' বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) শেষ বিদায়
খ) অসময়ে আবির্ভাব
গ) শেষ সময়ের কাজ
ঘ) সময়ে আবির্ভাব
Note : 'বোধন' অর্থ জাগরণ বা পূজা শুরু; হিন্দু ধর্মে শারদীয় দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয় কারণ এটি বসন্তকালের পরিবর্তে শরতে (অসময়ে) করা হয়েছিল। তাই এর অর্থ 'অসময়ে আবির্ভাব'।
ক) ছটফটানি
খ) আনন্দে চিৎকার
গ) রাগে চিৎকার
ঘ) ক্ষিপ্ত
Note : 'অকটোবিকট' বাগধারাটি মূলত অস্থিরতা বা ছটফটানি ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি আনন্দ বা রাগের চিৎকার নয় বরং শারীরিক বা মানসিক অস্থিরতার পরিচায়ক।
ক) আকাশ
খ) অমাবস্যার চাঁদ
গ) একাদশে বৃহস্পতি
ঘ) অরণ্যে রোদন
Note : অমাবস্যায় চাঁদ দেখা যায় না; তাই যা সচরাচর দেখা যায় না বা পাওয়া খুব কঠিন এমন বস্তুকে 'অমাবস্যার চাঁদ' বা দুর্লভ বস্তু বলা হয়। একাদশে বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয়।
ক) অক্কা পাওয়া
খ) কেউকেটা
গ) কান পাতলা
ঘ) কেতাদুরস্ত
Note : বাংলায় 'অক্কা' শব্দটি আরবি 'ওক' থেকে এসেছে যার অর্থ শেষ সময়; তাই 'অক্কা পাওয়া' বলতে মারা যাওয়া বোঝায়। কেউকেটা মানে গণ্যমান্য আর কেতাদুরস্ত মানে পরিপাটি।
জব সলুশন