কোন বাগধারাটির অর্থ 'মারা যাওয়া'?
ক) অক্কা পাওয়া
খ) কেউকেটা
গ) কান পাতলা
ঘ) কেতাদুরস্ত
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলায় 'অক্কা' শব্দটি আরবি 'ওক' থেকে এসেছে যার অর্থ শেষ সময়; তাই 'অক্কা পাওয়া' বলতে মারা যাওয়া বোঝায়। কেউকেটা মানে গণ্যমান্য আর কেতাদুরস্ত মানে পরিপাটি।
Related Questions
ক) অকূল পাথার
খ) গোঁফ-খেজুরে
গ) শকুনি মামা
ঘ) রাবণের চিতা
Note : 'অকূল পাথার' বাগধারাটির আক্ষরিক অর্থ কূলহীন সমুদ্র; যা রূপক অর্থেসীমাহীন বা 'খুব বিপদ' বোঝাতে ব্যবহৃত হয়। অন্য অপশনগুলোর মধ্যে শকুনি মামা মানে কুচক্রী এবং রাবণের চিতা মানে চির অশান্তি।
ক) অকর্মা
খ) কর্মবিমুখ
গ) বোকা
ঘ) মূর্খ
Note : সংস্কৃত শব্দ কুষ্মাণ্ড মানে কুমড়ো; যা দেবপূজায় লাগে। কিন্তু অকালে জন্মানো কুমড়ো দেবপূজায় লাগে না বলে তা যেমন অপদার্থ; তেমনি মানুষের ক্ষেত্রেও যার কোনো কাজের যোগ্যতা নেই তাকে 'অকর্মা' বা অকাল কুষ্মাণ্ড বলা হয়।
ক) সাবেক
খ) বর্তমান
গ) তৎসম
ঘ) উত্তম
Note : 'হাল' (বর্তমান) এর বিপরীত 'সাবেক' (অতীত বা পূর্বের)।
ক) বিহিত
খ) অহিত
গ) সুহৃদ
ঘ) বিপরীত
Note : 'হিত' (মঙ্গল) এর বিপরীত 'অহিত' (অমঙ্গল)।
ক) আনন্দ
খ) কষ্ট
গ) বিষাদ
ঘ) কোনোটিই নয়
Note : 'হর্ষ' (আনন্দ) এর বিপরীত 'বিষাদ' (দুঃখ)।
ক) পূরণ
খ) গ্রহণ
গ) মুক্ত
ঘ) কোনোটিই নয়
Note : 'হরণ' (চুরি করা বা নেওয়া) এর বিপরীত 'পূরণ' (ভরে দেওয়া)। (নোট: হরণ-পূরণ একটি জোড়)।
জব সলুশন