ভাবাধিকরণের উদাহরণ কোনটি সঠিক?
ক) আমি ঢাকায় যাই
খ) বাড়ি থেকে নদী দেখা যায়
গ) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
ঘ) তিলে তৈল আছে
বিস্তারিত ব্যাখ্যা:
একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে ভাবাধিকরণ হয়। এখানে সূর্যের উদয়ের ওপর অন্ধকার দূর হওয়া নির্ভর করছে।
Related Questions
ক) জমি থেকে বাড়ি দেখা যায়
খ) তিনি বইটি কিনে এনেছেন
গ) লোকটি হঠাৎ লাফ দিল
ঘ) ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে
Note : ‘জমি থেকে বাড়ি দেখা যায়’ বাক্যে ‘জমি থেকে’ বলতে জমির ওপর দাঁড়িয়ে (স্থান) বোঝাচ্ছে। এটি অধিকরণে পঞ্চমী বিভক্তির প্রয়োগ।
ক) আগামীকাল বাড়ি যাব
খ) আমার আহারে রুচি নাই
গ) আকাশ মেঘে আচ্ছন্ন
ঘ) কাজে অবসর নিলাম
Note : ‘আগামীকাল’ একটি সময়বাচক শব্দ যা কালাধিকরণ নির্দেশ করে এবং এতে কোনো বিভক্তি নেই।
ক) লোকে কিনা বলে
খ) গগনে গরজে মেঘ ঘন বরষা
গ) তুমি যে আমার কবিতা
ঘ) জলে বাষ্প হয়
Note : ‘গগনে গরজে মেঘ’ বাক্যে ‘গগনে’ (আকাশে) স্থান বোঝাচ্ছে এবং এতে সপ্তমী বিভক্তি যুক্ত আছে।
ক) গোয়ালে গরু আছে
খ) বুলবুলিতে ধান খেয়েছে
গ) সৎপাত্রে কন্যা দান কর
ঘ) পরাজয়ে ডরে না বীর
Note :
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
ক) সারারাত বৃষ্টি ছিল
খ) সূর্যে লাগিয়া এ ঘর বাঁধিনু
গ) বাড়ি থেকে নদী দেখা যায়
ঘ) ভোরে সূর্য ওঠে
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note : অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
জব সলুশন