অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ক) আগামীকাল বাড়ি যাব
খ) আমার আহারে রুচি নাই
গ) আকাশ মেঘে আচ্ছন্ন
ঘ) কাজে অবসর নিলাম
বিস্তারিত ব্যাখ্যা:
‘আগামীকাল’ একটি সময়বাচক শব্দ যা কালাধিকরণ নির্দেশ করে এবং এতে কোনো বিভক্তি নেই।
Related Questions
ক) লোকে কিনা বলে
খ) গগনে গরজে মেঘ ঘন বরষা
গ) তুমি যে আমার কবিতা
ঘ) জলে বাষ্প হয়
Note : ‘গগনে গরজে মেঘ’ বাক্যে ‘গগনে’ (আকাশে) স্থান বোঝাচ্ছে এবং এতে সপ্তমী বিভক্তি যুক্ত আছে।
ক) গোয়ালে গরু আছে
খ) বুলবুলিতে ধান খেয়েছে
গ) সৎপাত্রে কন্যা দান কর
ঘ) পরাজয়ে ডরে না বীর
Note :
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
ক) সারারাত বৃষ্টি ছিল
খ) সূর্যে লাগিয়া এ ঘর বাঁধিনু
গ) বাড়ি থেকে নদী দেখা যায়
ঘ) ভোরে সূর্য ওঠে
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note : অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
ক) জাত
খ) রক্ষিত
গ) বিচ্যুত
ঘ) গৃহীত
Note : জমি থেকে ফসল জন্মায় বা উৎপন্ন হয় তাই এটি ‘জাত’ অর্থে অপাদান কারক।
ক) আধারবাচক
খ) অবস্থাবাচক
গ) দূরত্ববাচক
ঘ) তারতম্যবাচক
Note : দুইয়ের মধ্যে তুলনা বোঝালে তাকে তারতম্যবাচক অপাদান বলা হয়। এখানে রাম ও শ্যামের বয়সের তুলনা করা হয়েছে।
জব সলুশন