অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ক) সারারাত বৃষ্টি ছিল
খ) সূর্যে লাগিয়া এ ঘর বাঁধিনু
গ) বাড়ি থেকে নদী দেখা যায়
ঘ) ভোরে সূর্য ওঠে
Related Questions
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note : অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
ক) জাত
খ) রক্ষিত
গ) বিচ্যুত
ঘ) গৃহীত
Note : জমি থেকে ফসল জন্মায় বা উৎপন্ন হয় তাই এটি ‘জাত’ অর্থে অপাদান কারক।
ক) আধারবাচক
খ) অবস্থাবাচক
গ) দূরত্ববাচক
ঘ) তারতম্যবাচক
Note : দুইয়ের মধ্যে তুলনা বোঝালে তাকে তারতম্যবাচক অপাদান বলা হয়। এখানে রাম ও শ্যামের বয়সের তুলনা করা হয়েছে।
ক) জাত
খ) আরম্ভ
গ) গৃহীত
ঘ) রক্ষিত
Note : দুধ থেকে দই উৎপন্ন বা তৈরি হয়। এটি ‘গৃহীত’ বা ‘জাত’ অর্থে অপাদান। অপশনে ‘গৃহীত’ শব্দটি বেশি মানানসই হিসেবে ধরা হয় বা ‘জাত’ ও হতে পারে তবে উৎস হিসেবে গৃহীত বেশি প্রচলিত।
ক) আমা হতে একাজ হবে না সাধন
খ) ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায়
গ) দুধ হতে ঘি হয়
ঘ) বাড়ি হতে নদী দেখা যায়
Note : ‘দুধ হতে ঘি হয়’ এখানে ‘হতে’ অনুসর্গটি পঞ্চমী বিভক্তির চিহ্ন এবং এটি রূপান্তর বা উৎপাদন অর্থে অপাদান কারক।
ক) বনে বাঘ আছে
খ) ট্রেন স্টেশন ছেড়েছে
গ) গৃহহীনে গৃহ দাও
ঘ) জিজ্ঞাসিব জনে জনে
Note : ‘ট্রেন স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন থেকে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে। যা থেকে কিছু বিচ্যুত হয় তা অপাদান কারক।
জব সলুশন