কোনটি সরল বাক্য?
ক) যে রক্ষক সেই ভক্ষক
খ) তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
গ) ধনের ধর্মই অসাম্য
ঘ) তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
বিস্তারিত ব্যাখ্যা:
ধনের ধর্মই অসাম্য বাক্যটিতে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় আছে এবং কোনো সংযোজক অব্যয় নেই। এটি একটি সরল বাক্য।
Related Questions
ক) যা করবার তা করেছি
খ) তুমি যা বলবে তাই ঠিক
গ) সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Note : তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন বাক্যটিতে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে এবং কোনো সাপেক্ষ যোজক নেই তাই এটি সরল বাক্য।
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note : যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলা হয়।
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য
Note : সরল বাক্যে কেবল একটি উদ্দেশ্য (কর্তা) এবং একটি বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে। অন্য কোনো খণ্ডবাক্য থাকে না।
ক) দুই প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) তিন প্রকার
Note : গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. সরল বাক্য ২. জটিল বা মিশ্র বাক্য এবং ৩. যৌগিক বাক্য।
ক) গুরুচণ্ডালী দোষে
খ) বাহুল্য দোষে
গ) দুর্বোধ্যতা দোষে
ঘ) বিদেশি শব্দ দোষে
Note : সকল এবং শিক্ষকগণ দুটিই বহুবচন নির্দেশক। একই বাক্যে পরপর দুটি বহুবচন বাচক শব্দ ব্যবহার করাকে বাহুল্য দোষ বলা হয়।
ক) তার বাহিরে যাবার সময় হয়েছে
খ) সে স্কুলে যাবে
গ) তার বিবাহ হয় নাই
ঘ) তাহারা রওয়ানা হলো
Note : সে স্কুলে যাবে বাক্যটিতে ভাষারীতির কোনো মিশ্রণ বা ভুল প্রয়োগ নেই। ক অপশনে বাহিরে এর বদলে বাইরে এবং গ অপশনে বিবাহ এর বদলে বিয়ে ব্যবহার চলিত রীতিতে অধিক গ্রহণযোগ্য।
জব সলুশন