যে বাক্যের বিধেয় একটি তাকে বলে-

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
বিস্তারিত ব্যাখ্যা:
যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলা হয়।

Related Questions

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) যৌগিক বাক্য
Note : সরল বাক্যে কেবল একটি উদ্দেশ্য (কর্তা) এবং একটি বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে। অন্য কোনো খণ্ডবাক্য থাকে না।
ক) দুই প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) তিন প্রকার
Note : গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. সরল বাক্য ২. জটিল বা মিশ্র বাক্য এবং ৩. যৌগিক বাক্য।
ক) গুরুচণ্ডালী দোষে
খ) বাহুল্য দোষে
গ) দুর্বোধ্যতা দোষে
ঘ) বিদেশি শব্দ দোষে
Note : সকল এবং শিক্ষকগণ দুটিই বহুবচন নির্দেশক। একই বাক্যে পরপর দুটি বহুবচন বাচক শব্দ ব্যবহার করাকে বাহুল্য দোষ বলা হয়।
ক) তার বাহিরে যাবার সময় হয়েছে
খ) সে স্কুলে যাবে
গ) তার বিবাহ হয় নাই
ঘ) তাহারা রওয়ানা হলো
Note : সে স্কুলে যাবে বাক্যটিতে ভাষারীতির কোনো মিশ্রণ বা ভুল প্রয়োগ নেই। ক অপশনে বাহিরে এর বদলে বাইরে এবং গ অপশনে বিবাহ এর বদলে বিয়ে ব্যবহার চলিত রীতিতে অধিক গ্রহণযোগ্য।
ক) সব ছাত্ররা
খ) সব ছাত্রবৃন্দ
গ) সব ছাত্র
ঘ) সব ছাত্রসমূহ
Note : বহুবচনের দ্বিরুক্তি ব্যাকরণগত ভুল। সব এবং ছাত্ররা একসাথে বসে না। শুদ্ধ রূপ হলো সব ছাত্র অথবা ছাত্ররা। অপশনগুলোর মধ্যে সব ছাত্র শুদ্ধ।
ক) শবপোড়া
খ) মড়াদাহ
গ) শবদাহ
ঘ) শবমড়া
Note : শবদাহ শব্দটি পুরোপুরি তৎসম শব্দমূল দিয়ে গঠিত তাই এটি শুদ্ধ। মড়াদাহ বা শবপোড়া গুরুচণ্ডালী দোষযুক্ত।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন