'কড়চা' কী?
Related Questions
'Biography' শব্দটির সঠিক অর্থ জীবনী বা জীবনচরিত। তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে কড়চা শব্দটি 'Biography' বা জীবনীর সমার্থক হিসেবে ব্যবহৃত হয় (বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে জীবনীমূলক রচনাকে কড়চা বলা হতো, যেমন- গোবিন্দদাসের কড়চা)।
এখানে প্রদত্ত অপশনগুলোর অর্থ:
গ্রন্থনির্দেশিকা = Bibliography
কড়চা = Biography (জীবনী/রোজনামচা)
বিবরণ = Description/Account
আলোচনা = Discussion
সুতরাং, সঠিক উত্তর: কড়চা (অপশন B)।
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " - - - চরণ দুটি ভারতচন্দ্র রায়ের লেখা।
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পেড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন।
নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি।
জব সলুশন