'Biography' শব্দটির অর্থ-
'Biography' শব্দটির সঠিক অর্থ জীবনী বা জীবনচরিত। তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে কড়চা শব্দটি 'Biography' বা জীবনীর সমার্থক হিসেবে ব্যবহৃত হয় (বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে জীবনীমূলক রচনাকে কড়চা বলা হতো, যেমন- গোবিন্দদাসের কড়চা)।
এখানে প্রদত্ত অপশনগুলোর অর্থ:
গ্রন্থনির্দেশিকা = Bibliography
কড়চা = Biography (জীবনী/রোজনামচা)
বিবরণ = Description/Account
আলোচনা = Discussion
সুতরাং, সঠিক উত্তর: কড়চা (অপশন B)।
Related Questions
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " - - - চরণ দুটি ভারতচন্দ্র রায়ের লেখা।
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পেড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন।
নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি।
জব সলুশন