'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
ক) অন্নদামঙ্গল
খ) পদাবলী
গ) মঙ্গলাকা
ঘ) লায়লী-মজনু
Related Questions
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) রামমোহন তর্কালঙ্কার
গ) ভারতচন্দ্র রায়
ঘ) কামিনী রায়
ক) কানাহরি দত্ত
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) মুকুন্দরাম
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ক) আরাকান রাজসভা
খ) কৃষ্ণনগর রাজসভা
গ) রাজা গণেশ্বরের রাজসভা
ঘ) লক্ষণ সেনের রাজসভা
Note :
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
ক) কানাহরি দত্ত
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) রূপরাম চক্রবর্তী
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ক) ভারতচন্দ্র রায়গুণাকর
খ) কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী
গ) ময়নুর ডাল
ঘ) কানাহরি দত্ত
জব সলুশন