নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয় ?

ক) আবলি
খ) মহল
গ) পাল
ঘ) জন
বিস্তারিত ব্যাখ্যা:

আবলি, মহল, পাল - এই তিনটি বহুবচন নির্দেশক। অন্যদিনে জন একবচন নির্দেশক।

Related Questions

ক) মেয়েটি
খ) একজন কবি
গ) একটি জীবন
ঘ) বড়ো বড়ো গাছ
Note : মেয়েটি' 'একজন কবি' এবং 'একটি জীবন' সুনির্দিষ্টভাবে একবচন নির্দেশ করে। কিন্তু 'বড়ো বড়ো গাছ' দ্বিরুক্তির মাধ্যমে বহুবচন বা সংখ্যাধিক্য বোঝায় যা একবচনের দৃষ্টান্ত নয়।
ক) মনুষ্যসকল
খ) মনুষ্যসমূহ
গ) পাখিসব
ঘ) ক,খ,গ সবগুলোই
Note : বাংলা ভাষায় বহুবচন গঠনের জন্য 'সকল' 'সমূহ' এবং 'সব' এই তিনটিই বহুল ব্যবহৃত ও সঠিক বহুবচন নির্দেশক শব্দ। তাই তিনটি অপশনই সঠিক।
ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ
Note : কবিতাগুচ্ছ' হলো 'কবিতা' শব্দের একটি সঠিক বহুবচন রূপ যা কবিতার সমষ্টি বোঝায়।
ক) ab
খ) b/a
গ) a/b
ঘ) ab/b
Note : a মাইল অতিক্রম করে 1 ঘণ্টায় সুতরাং b মাইল অতিক্রম করে = b/a ঘণ্টায়
ক) 400 টাকা
খ) 500 টাকা
গ) 450 টাকা
ঘ) 540 টাকা
Note : ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য 'C' টাকা। x% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় C বিয়োগ C এর x%। আবার 3x% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় C যোগ C এর 3x%। এই দুটি বিক্রয়মূল্যের পার্থক্য 18x টাকা। তাহলে (C যোগ C এর 3x%) বিয়োগ (C বিয়োগ C এর x%) সমান 18x। এটি সমাধান করলে পাওয়া যায় C গুণ (4x/100) সমান 18x। উভয় পক্ষ থেকে x বাদ দিলে C গুণ ৪ ভাগ ১০০ সমান ১৮ বা C ভাগ ২৫ সমান ১৮। সুতরাং ক্রয়মূল্য C হবে ১৮ গুণ ২৫ সমান ৪৫০ টাকা।
ক) ৯৮ টাকা
খ) ৯৬ টাকা
গ) ৯৫ টাকা
ঘ) ১০০ টাকা
Note : ৫ ডজন ডিমের ক্রয়মূল্য ৫ গুণ ১০১ সমান ৫০৫ টাকা এবং ৬ ডজন ডিমের ক্রয়মূল্য ৬ গুণ ৯০ সমান ৫৪০ টাকা। মোট ১১ ডজন ডিমের ক্রয়মূল্য হলো ৫০৫ যোগ ৫৪০ সমান ১০৪৫ টাকা। প্রতি ডজন ডিমের গড় ক্রয়মূল্য হলো ১০৪৫ ভাগ ১১ সমান ৯৫ টাকা। যেহেতু ডজন প্রতি ৩ টাকা লাভ করতে হবে তাই বিক্রয়মূল্য হবে ৯৫ যোগ ৩ সমান ৯৮ টাকা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন