নিচের কোনটি একবচনের দৃষ্টান্ত নয় ?
ক) মেয়েটি
খ) একজন কবি
গ) একটি জীবন
ঘ) বড়ো বড়ো গাছ
বিস্তারিত ব্যাখ্যা:
মেয়েটি' 'একজন কবি' এবং 'একটি জীবন' সুনির্দিষ্টভাবে একবচন নির্দেশ করে। কিন্তু 'বড়ো বড়ো গাছ' দ্বিরুক্তির মাধ্যমে বহুবচন বা সংখ্যাধিক্য বোঝায় যা একবচনের দৃষ্টান্ত নয়।
Related Questions
ক) মনুষ্যসকল
খ) মনুষ্যসমূহ
গ) পাখিসব
ঘ) ক,খ,গ সবগুলোই
Note : বাংলা ভাষায় বহুবচন গঠনের জন্য 'সকল' 'সমূহ' এবং 'সব' এই তিনটিই বহুল ব্যবহৃত ও সঠিক বহুবচন নির্দেশক শব্দ। তাই তিনটি অপশনই সঠিক।
ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ
Note : কবিতাগুচ্ছ' হলো 'কবিতা' শব্দের একটি সঠিক বহুবচন রূপ যা কবিতার সমষ্টি বোঝায়।
ক) ab
খ) b/a
গ) a/b
ঘ) ab/b
Note : a মাইল অতিক্রম করে 1 ঘণ্টায়
সুতরাং b মাইল অতিক্রম করে = b/a ঘণ্টায়
ক) 400 টাকা
খ) 500 টাকা
গ) 450 টাকা
ঘ) 540 টাকা
Note : ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য 'C' টাকা। x% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় C বিয়োগ C এর x%। আবার 3x% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় C যোগ C এর 3x%। এই দুটি বিক্রয়মূল্যের পার্থক্য 18x টাকা। তাহলে (C যোগ C এর 3x%) বিয়োগ (C বিয়োগ C এর x%) সমান 18x। এটি সমাধান করলে পাওয়া যায় C গুণ (4x/100) সমান 18x। উভয় পক্ষ থেকে x বাদ দিলে C গুণ ৪ ভাগ ১০০ সমান ১৮ বা C ভাগ ২৫ সমান ১৮। সুতরাং ক্রয়মূল্য C হবে ১৮ গুণ ২৫ সমান ৪৫০ টাকা।
ক) ৯৮ টাকা
খ) ৯৬ টাকা
গ) ৯৫ টাকা
ঘ) ১০০ টাকা
Note : ৫ ডজন ডিমের ক্রয়মূল্য ৫ গুণ ১০১ সমান ৫০৫ টাকা এবং ৬ ডজন ডিমের ক্রয়মূল্য ৬ গুণ ৯০ সমান ৫৪০ টাকা। মোট ১১ ডজন ডিমের ক্রয়মূল্য হলো ৫০৫ যোগ ৫৪০ সমান ১০৪৫ টাকা। প্রতি ডজন ডিমের গড় ক্রয়মূল্য হলো ১০৪৫ ভাগ ১১ সমান ৯৫ টাকা। যেহেতু ডজন প্রতি ৩ টাকা লাভ করতে হবে তাই বিক্রয়মূল্য হবে ৯৫ যোগ ৩ সমান ৯৮ টাকা।
ক) 0.15
খ) 0.2
গ) 0.25
ঘ) 0.3
Note : টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে মোট ৩০টি লেবু ক্রয় করতে খরচ হয় ৫ টাকা এবং ৩০টি লেবু বিক্রি করে পাওয়া যায় ৬ টাকা। এক্ষেত্রে লাভ হয় ১ টাকা। সুতরাং শতকরা লাভ হলো (১ ভাগ ৫) গুণ ১০০% যা ২০%।
জব সলুশন