এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
ক) ১২৮০
খ) ১২৮১
গ) ১৩১০
ঘ) ১৩১১
বিস্তারিত ব্যাখ্যা:
প্রথম ব্যক্তি ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য দাঁড়ায় ১২০০ যোগ (১২০০ এর ১৫%) সমান ১৩৮০ টাকা। দ্বিতীয় ক্রেতা ১৩৮০ টাকায় কিনে ৫% ক্ষতিতে বিক্রি করলে শেষ বিক্রয়মূল্য হবে ১৩৮০ বিয়োগ (১৩৮০ এর ৫%) সমান ১৩১১ টাকা।
Related Questions
ক) ৪৫%
খ) ৪৮.৫০%
গ) ৫২.৭৫%
ঘ) ৫৬.২৫%
Note :
যখন ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করা হয় তখন মোট ২০টি জিনিসের ক্রয়মূল্য হয় ১৬ টাকা এবং বিক্রয়মূল্য হয় ২৫ টাকা। এক্ষেত্রে মোট লাভ হয় ৯ টাকা। সুতরাং শতকরা লাভ হলো (৯ ভাগ ১৬) গুণ ১০০% যা ৫৬.২৫%।
ক) 1983
খ) 1985
গ) 1986
ঘ) 1988
Note : বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।
ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1975
Note : বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।
ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই
Note : প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
ক) বঙ্গোপসাগর
খ) ভারত মহাসাগর
গ) পারস্য উপসাগর
ঘ) আরব সাগর
Note : কুয়েত পারস্য উপসাগরের (Persian Gulf) তীরে অবস্থিত একটি দেশ।
ক) চতুর্দশ
খ) সপ্তদশ
গ) অষ্টাদশ
ঘ) ত্রয়োদশ
Note : বিখ্যাত পর্যটক ইবনে বতুতা চতুর্দশ শতকে (আনুমানিক ১৩৪৫-১৩৪৬ খ্রিস্টাব্দে) বাংলাদেশে এসেছিলেন।
জব সলুশন